HighlightNews

প্রজাতন্ত্র দিবসে প্রদর্শিত হল আদিবাসীদের বীরত্ব, কর্তব্য পথে দেখা গেল অর্জুন-বজর, নেতৃত্বে ছিলেন মহিলা অফিসাররা

টিডিএন বাংলা ডেস্ক: ৭৪তম প্রজাতন্ত্র দিবসে দেশের সেনা বাহিনী প্রথমত বীরত্ব প্রদর্শন করে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কর্তব্য পথে তেরঙ্গা উত্তোলন করেন, এরপর কুচকাওয়াজ শুরু হয়। ৯০ মিনিট ধরে চলা এই কুচকাওয়াজে দেশীয় অস্ত্র অর্জুন ট্যাঙ্ক, বজ্র এবং ব্রহ্মোস দেখা যায়।
সিআরপিএফ, নৌবাহিনী এবং আকাশ মিসাইল সিস্টেম কন্টিনজেন্টের সমস্ত মহিলা কন্টিনজেন্টের নেতৃত্বে ছিলেন মহিলারা। ১৮ ফুট উঁচু সিঁড়ি বেয়ে বিশ্ব রেকর্ড গড়ে ডেয়ার ডেভিলস। গর্জে ওঠে ৫০টি বিমানের ফ্লাই পাস্টে রাফায়েল। প্রথমবারের মতো কুচকাওয়াজে অংশ নেন অগ্নিবীরেরা।
প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি ছিলেন মিশরের রাষ্ট্রপতি আবদেল ফাতেহ আল-সিসি। মোদি তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান। মিশরীয় সামরিক দলও কুচকাওয়াজের অংশ হয়ে ওঠে। প্রজাতন্ত্র দিবসের সকালে, প্রধানমন্ত্রী বলেন, আমি আশা করি যে আমরা একসাথে যারা স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন তাদের স্বপ্ন পূরণ করব।
এবছর প্রজাতন্ত্র দিবসে প্রথমবার ভারতীয় বন্দুকে স্যালুট দেওয়া হয়। এখনও পর্যন্ত ব্রিটেনের তৈরি বন্দুক দিয়ে স্যালুট দেওয়া হতো। এবছর কর্তব্য পথে অর্জুন ট্যাঙ্ক, বজ্র কামান এবং আকাশ মিসাইল সিস্টেম ছাড়াও ব্রহ্মোস মিসাইল দেখা গেছে। এগুলো সবই দেশীয় অস্ত্র।
আকাশ অস্ত্র ব্যবস্থার নেতৃত্বে ছিলেন এয়ার ডিফেন্স মিসাইল রেজিমেন্টের লেফটেন্যান্ট চেতনা শর্মা। তাঁর সহযোগী ছিলেন ক্যাপ্টেন সুনীল দশরথে। লেফটেন্যান্ট কমান্ডার দিশা অমৃতের নেতৃত্বে ছিল ১৪৪ নাবিকের নৌ কন্টিনজেন্ট। ৩ জন মহিলা এবং ৬ জন পুরুষ অগ্নিবীর প্রথমবার কর্তব্য পথে হাজির হন।

Related Articles

Back to top button
error: