টিডিএন বাংলা ডেস্ক : মেয়াদ পূর্ণ হতে না হতেই বিনা নোটিশে পদত্যাগ করেছেন উত্তরাখণ্ডের রাজ্যপাল বেবি রানী মৌর্য। যা নিয়ে শুরু হয় জোর চর্চা। এবার তাঁর জায়গাতেই উত্তরাখণ্ডের নয়া রাজ্যপাল হতে চলেছেন প্রাক্তন সেনা অফিসার লেফটেনেন্ট জেনারেল গুরমিত সিং। তিনি ২০১৬ শাল পর্যন্ত ভারতীয় সেনার এক উচ্চপদস্থ অফিসার ছিলেন। তবে শুধু উত্তরাখণ্ড নয়। পাঞ্জাব, নাগাল্যান্ড, তামিলনাড়ুর রাজ্যপালও বদল হচ্ছে।উত্তরাখণ্ডের নয়া রাজ্যপাল প্রায় চার দশক ধরে তিনি ভারতীয় সেনার সঙ্গে যুক্ত থেকে দেশের সেবা করেছেন। এমনকী চিনের বিরুদ্ধে একাধিক জঙ্গি দমন অভিযানে তিনি নেতৃত্ব দিয়েছিলেন। আর কয়েকদিন পরেই উত্তরাখণ্ড সহ বেশ কয়েকটি রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগেই রাজ্যপালের পরিবর্তনকে কেন্দ্র করে ইতিমধ্যেই যথেষ্ট চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। বৃহস্পতিবার রাষ্ট্রপতি ভবনের তরফে প্রকাশিত নির্দেশিকায় চার রাজ্যে রাজ্যপাল বদলের কথা জানানো হয়েছে। নয়া নির্দেশিকা অনুযায়ী, পাঞ্জাবের নতুন রাজ্য়পাল হবেন বানওয়ারিলাল পুরোহিত। এতদিন তিনি তামিলনাড়ুর রাজ্য়পাল ছিলেন। অন্যদিকে, নাগাল্যান্ডের রাজ্যপাল আর এন রবি তামিলনাড়ুর দায়িত্ব সামলাবেন। অসমের রাজ্যপাল জগদীশ মুখিকে নাগাল্যান্ডেরও অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।
Related Articles
হরিয়ানায় নিহত সাবির মল্লিকের পরিবারের সাথে জামাআত নেতৃত্বের সাক্ষাৎ, ন্যায়বিচার দাবি
2 September 2024
পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস ও বিজেপির পারস্পরিক বোঝাপড়া ও মেরুকরণ আবারও সামনে চলে এসেছে: আইএসএফ
5 June 2024