মেট্রো প্রকল্পের কারণে বউ বাজারে আবারও বাড়িতে ফাটল, আতঙ্কে ঘর ছাড়া এলাকার বাসিন্দারা

টিডিএন বাংলা ডেস্ক: মেট্রো প্রকল্পের কাজ চলার কারণে বউবাজারের দুর্গা পিতরি লেন ১৫ নম্বর, ১৬ নম্বর, ১৭ নম্বর, ১৮/১ ও ১৯ নম্বর বাড়িতে ফাটল শুরু হয়েছে। খসে পড়ছে ছাদের চাঙর। দেওয়ালের পলেস্তারা খসে পড়ছে। এমনকী, ফাটল আছে মেঝেতেও। মেঝে থেকে সিলিং অবধি ক্র্যাক। তা ক্রমশ বেড়েই চলেছে। আবারও পুরোনো আতঙ্ক ফিরল বউবাজারে বসবাসকারী মানুষদের মধ্যে। আতঙ্কে ঘর বাড়ি থেকে বেরিয়ে যেতে শুরু করেছে বাসিন্দারা দুর্গা পিতরি লেন এ বসবাসকারী মানুষজন। ইতিমধ্যেই ঘটনাস্থলে এসে হাজির পুলিশ বাহিনী ও মেট্রো রেল কর্তৃপক্ষের লোকজন, শুরু হয়েছে সরেজমিনে খতিয়ে দেখার কাজ।

এমতাবস্থায় বড়োসড়ো বিপদ এড়াতে অল্প সময়ের নোটিসেই বাড়ি ছেড়ে এলাকা ফাঁকা করতে বলা হয়। বাড়ি খালি করার জন্য আচমকাই শুরু হয় মাইকিং প্রচার। নোটিস পেয়ে বাধ্য হয়ে এক থেকে দেড় ঘণ্টার মধ্যে ব্যাগ গুছিয়ে সকলকে হোটেলে তোলা হয়। কিন্তু সেখানেও বিপত্তি। রাত থেকে রেলের তরফে আবাসিকদের জন্য কোনও খাবারের ব্যবস্থা করা হয়নি বাচ্চা বয়স্কদের নিয়ে নাজেহাল হতে হচ্ছে এমনটাই অভিযোগ বউবাজারের দুর্গা পিতুরি লেনের ওই বাসিন্দাদের। এদিকে কী কারণে বাড়িগুলিতে আবারও ফাটল ধরল সে নিয়ে এখনও পর্যন্ত কিছুই বলেননি মেট্রো রেলের আধিকারিকরা।

প্রসঙ্গত, গত ২০১৯ সালের অগাস্ট মাসেও এই বাড়িগুলিতে ফাটল ধরা পড়েছিল। তখন অবশ্য এই সব বাসিন্দাদের পাঠানো হয়েছিল হোটেলে। ২০১৯ সালের সেই ভয়ঙ্কর স্মৃতি ফিরেছে আবার বউবাজারে। বাসিন্দারা জানাচ্ছেন, ২০১৯-এ এত বড় বিপর্যয়ের পর, কাজ হচ্ছে অথচ সাইটে কেউ নেই।