টিডিএন বাংলা ডেস্ক: বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩টি আসনের মধ্যে ২৩৬টি আসনের ফলাফল ঘোষণা করল নির্বাচন কমিশন। এনডিএ জিতেছে ১১৯টি আসনে। যার মধ্যে বিজেপি ৭০, জেডিইউ ৪১, ভিআইপি এবং হাম ৪টি করে আসনে জয়লাভ করেছে। অপরদিকে, মহাজোট ১০৯টি আসনে জয়লাভ করেছে। যার মধ্যে আরজেডি ৭৪, কংগ্রেস ১৯ এবং বামেরা ১৬টি আসনে জয়লাভ করেছে। এআইএমআইএম ৫টি আসনে,বিএসপি ১টি আসনে এলজেপি ১টি এবং নির্দলীয় ১টি আসনে জয়ী হয়েছে।