আবারও উচ্চ মাধ্যমিকের পরিবর্তিত সূচী প্রকাশ, বারবার সূচী বদলে ক্ষুব্ধ শিক্ষার্থীরা

টিডিএন বাংলা ডেস্ক : কেন্দ্রের জয়েন্ট এন্ট্রান্স (মেন)-এর পরীক্ষা ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা একই দিনে হওয়ার কারণে এক বার পরীক্ষা সূচী বদল করা হয়েছে আগেই। এ বার রাজ্যে দুই উপনির্বাচনের কারণে আবারও পরিবর্তন করা হল উচ্চ মাধ্যমিক পরীক্ষার সূচী। এই ভাবে বারবার পরীক্ষার সূচী বদলে ক্ষুব্ধ হচ্ছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার নবান্নে উচ্চ মাধ্যমিক পরীক্ষার নতুন সূচি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

পরিবর্তিত সূচি অনুযায়ী, পূর্বের ন‍্যয় উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হবে ২ এপ্রিল থেকেই। কিন্তু এ দিন ঘোষিত দিনক্ষণ অনুযায়ী, পরীক্ষা শেষ হবে আগের সূচির থেকে ১ দিন পরে অর্থাৎ ২৭ এপ্রিল। সব পরীক্ষাই শুরু হবে সকাল ১০টা তে এবং শেষ হবে দুপুর সওয়া ১টা। এদিকে যার জন্য প্রথম বার পরীক্ষা সূচী বদলানো হয়েছিল সেই জয়েন্ট এন্ট্রান্সের দিনও পরিবর্তন করা হয়েছে কেন্দ্রের তরফে। এখন ওই পরীক্ষা হবে ৩০ এপ্রিল। অন‍্যদিকে একাদশ থেকে দ্বাদশ শ্রেণিতে ওঠার পরীক্ষাও হবে ২ থেকে ২৭ এপ্রিল। রুটিন উচ্চ মাধ্যমিকের সঙ্গে একই। তবে পরীক্ষার সময় দুপুর ২টো থেকে বিকেল ৫টা ১৫ মিনিট।

এদিন মুখ্যমন্ত্রী জানিয়েছেন, দুই কেন্দ্রে উপনির্বাচন ১২ এপ্রিল। কিন্তু তার আগে ভোটের প্রস্তুতির নানা কাজ থাকে স্কুলে। তাই ২, ৪ ও ৫ এপ্রিলের পরের পরীক্ষা ১৬ এপ্রিলে। ৬ থেকে ১৫ এপ্রিল কোনও পরীক্ষা নেই। মুখ্যমন্ত্রী এদিন সমস্ত রাজনৈতিক দলের কাছে আহব্বান করেন, পরীক্ষার্থীদের যেন অসুবিধা না হয় সেই দিকে নজর রেখেই উপনির্বাচনের প্রচার করবেন। পরী‌ক্ষার দিনগুলিতে রাতের বেলা রাজনৈতিক সভা একটু তাড়াতাড়ি শেষ করারও অনুরোধ করেছেন তিনি।

প্রসঙ্গত, এই বছরে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী মোট ৭ লক্ষ ৩৯ হাজার ৫৮৮ জন। এর মধ্যে ছাত্র ৩ লক্ষ ৩৪ হাজার ৪০০। আর ছাত্রী ৪ লক্ষ ৫ হাজার ১৮৮। আর মোট পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ৬৭২৭টি। পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে যাওয়া আসার ক্ষেত্রে জাতে কোনো সমস্যা না হয় সেই দিকে নজর রাখতে বিশেষ নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অনেক জায়গাতেই করা হয়েছে বিশেষ বাসের ব‍্যবস্থা।