টিডিএন বাংলা ডেস্কঃ গত ২৫ অক্টোবর মামলার শুনানিতে আন্দোলনকারী পড়ুয়াদের দাবি মতো তাঁদের সঙ্গে স্বাস্থ্যসচিবের বৈঠকের ব্যবস্থা করে দিয়েছিল আদালত। সেই মতো রাজ্যের স্বাস্থ্যসচিবের সঙ্গে বৈঠকে বসেন আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের আন্দোলনকারী পড়ুয়া-চিকিৎসকদের প্রতিনিধিরা। কিন্তু শুক্রবারের সেই বৈঠকে মৌখিক প্রতিশ্রুতি ছাড়া কিছুই পায়নি বলে দাবি আন্দোলনকারীদের। তাঁদের কথায়, ‘‘মৌখিক আশ্বাস ছাড়া কিছুই মেলেনি। তাই আমরাও নিজেদের সিদ্ধান্তে অনড় থাকছি।’’
সূত্রের খবর, এ দিন সকালে আন্দোলনকারী পড়ুয়া-চিকিৎসকদের ছ’জন প্রতিনিধি পৌঁছন স্বাস্থ্য ভবনে। সেখানে স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম, স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তা দেবাশিস ভট্টাচার্য-সহ আরও তিন কর্তা ছিলেন। অধ্যক্ষ সন্দীপ ঘোষের পদত্যাগের বিষয়ে স্বাস্থ্যসচিব জানিয়ে দেন, অধ্যক্ষের বদলি বা অপসারণের বিষয়টি সরকারি নিয়মের মধ্যে পড়ে। তাই সেটি নিয়ে কিছু করা সম্ভব নয়। আন্দোলনকারীদের অন্যান্য দাবিগুলি জানতে চান স্বাস্থ্যকর্তারা। প্রতিনিধি দলটি ছাত্র সংসদ তৈরি, হস্টেল কমিটি গঠন, হস্টেলের পরিকাঠামোর উন্নয়ন-সহ বিভিন্ন দাবি জানান। এক প্রতিনিধির কথায়, ‘‘স্বাস্থ্যসচিব সব শুনে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। কিন্তু জোরালো ভাবে কোনও কথা বলেননি। সবটাই মৌখিক প্রতিশ্রুতি।’’ অন্যদিকে এক স্বাস্থ্য কর্মকর্তা বলেন, ‘‘পড়ুয়ারা সমস্যাগুলি জানিয়েছেন। পুরো বিষয়টি লিখিত আকারে আদালতকে জানানো হবে। আগে থেকে কোনও সিদ্ধান্ত নেওয়া হবে না।’’ কোনো সমাধান না মেলায় মাসাধিক কাল ধরে চলা আর জি করের আন্দোলন আরও দীর্ঘ হচ্ছে। একইসঙ্গে দীর্ঘ হতে চলেছে অচলাবস্থাও। অবশ্য আগামী ২ নভেম্বর মামলার পরবর্তী শুনানি আছে। এই শুনানির পরে কোনো সমাধান সূত্র বার হয় কিনা সেটাই দেখার।