ড্রাগস মামলায় রিয়া এবং শৌভিক চক্রবর্ত্তীর জামিনের আবেদন পেছোল; প্রবল বৃষ্টির কারণে ছুটি বম্বে হাইকোর্ট

Image taken from Rhea Chakraborty's Facebook page

টিডিএন বাংলা ডেস্ক: প্রবল বৃষ্টিপাত কারণে পিছিয়ে গেল ড্রাগস মামলায় ধৃত রিয়া ও শৌভিক চক্রবর্ত্তীর জামিনের আবেদন। গতকাল রাত থেকে প্রবল বৃষ্টিপাত কারণে আজ বন্ধ রয়েছে বম্বে হাইকোর্ট। আগামীকাল অর্থাৎ বৃহষ্পতিবার এই মামলার শুনানি হবে।

অভিনেত্রী রিয়া চক্রবর্ত্তী ও তাঁর ভাই শৌভিক চক্রবর্ত্তীকে গত ৮ সেপ্টেম্বর সুশান্ত সিং রাজপুত মৃত্যুর ঘটনার সঙ্গে জড়িত ড্রাগস মামলায় গ্রেপ্তার করা হয়। এরপর আদালতের নির্দেশে তাঁদের ১৪ দিনের বিচারিক হেফাজতে পাঠানো হয়। যার সময়সীমা ২২ সেপ্টেম্বর শেষ হওয়ার কথা ছিল, কিন্তু ওই সময়সীমা বাড়িয়ে ৬ অক্টোবর পর্যন্ত করে দেওয়া হয়। এর মধ্যেই রিয়া সেশন কোর্টে জামিনের আবেদন করেছিলেন যা, খারিজ হতে যায়। সেশন কোর্টের পর বম্বে হাইকোর্টে জামিনের আবেদন করেন রিয়া চক্রবর্তীর আইনজীবী। ওই আবেদন ভিত্তিতেই আজ শুনানি হওয়ার কথা ছিল বম্বে হাইকোর্টে। তবে গতকাল রাত থেকে মুম্বইয়ে লাগাতার প্রবল বৃষিপাতের কারণে হাইকোর্ট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। যার জেরে জামিনের আবেদনের শুনানি একদিন পিছিয়ে গেছে। সূত্রের খবর অনুযায়ী সবকিছু ঠিক থাকলে আগামীকাল অর্থাৎ বৃহষ্পতিবার রিয়া ও শৌভিকের জামিনের আবেদনের শুনানি হবে হাইকোর্টে।