কর্নাটকে খ্রিষ্টানদের ধর্মগ্রন্থ পোড়াল দক্ষিণপন্থীরা

টিডিএন বাংলা ডেস্ক : কর্নাটকে ফের হামলার শিকার খ্রিষ্টানরা। গির্জায় ধর্মান্তর করা হয়েছে। এই অভিযোগ তোলে দক্ষিণপন্থীদের একটি সংগঠন। এরপরই তারা খ্রিষ্টানদের ধর্মগ্রন্থে আগুন ধরিয়ে দেয়। পাশাপাশি তাঁদের হুমকিও দেয় ওই সংগঠনের সদস্যরা। গোটা ঘটনায় উত্তেজনা ছড়ায় কোলার অঞ্চলে। এই ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

ঠিক কী থেকে এই ঘটনার উৎপত্তি? সংবাদমাধ্যম সূত্রে খবর, খ্রিষ্টান সম্প্রদায়ের কয়েকজন বাড়ি বাড়ি গিয়ে ধর্মপ্রচার করছিলেন। এমন অভিযোগ উঠতেই তাতে বাধা দেয় দক্ষিণপন্থীরা। তাঁদের বই কেড়ে তাতে আগুন ধরিয়ে দেওয়া হয়। পুলিশ সূত্রে খবর, খ্রিস্টান সম্প্রদায়কে আগে থেকেই সতর্ক করা হয়েছিল। তাদের বলা হয়েছিল, এই ধরনের ধর্মীয় পুস্তিকা বিতরণ করলে সমাজে উত্তেজনা ছড়াতে পারে। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে পারে।

কর্নাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্বাই বলেন, জোর করে ধর্মান্তরের বিরুদ্ধে বিলটি বিধানসভায় শীতকালীন অধিবেশনেই পেশ করা হবে। তাঁর দাবি, রাজ্যে প্রায়ই জোর করে ধর্মান্তকরণ হয়। সংগঠনটি জানিয়েছি, আমরা তাদের ক্ষতি করিনি। তারা আমাদের আশেপাশে এই বইগুলি বিতরণ করছিল। খ্রিস্টান ধর্মের প্রচার করছিল।

কর্ণাটকে বিজেপি ক্ষমতায় আসার পর এই ধরনের হামলা বেড়েছে বলে অভিযোগ অনেকেরই। বিজেপি সরকার কর্ণাটকেও ধর্মান্তর বিরোধী আইন আনার প্রস্তুতি নিচ্ছে। উল্লেখ্য, এই নিয়ে কর্নাটকে ৩৮ বার হামলার শিকার হল সংখ্যালঘুরা।