দেশরাজ্য

ভয়াবহ দুর্ঘটনার কবলে ঋষভ পন্তের গাড়ি, অল্পের জন্য বেঁচে গেলেন খেলোয়াড়

টিডিএন বাংলা ডেস্ক: ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ল ঋষভ পন্তের গাড়ি। অল্পের জন্য বেঁচে গেলেন খেলোয়াড়। জানা গিয়েছে, দুর্ঘটনার পর জ্বলন্ত গাড়ির জানালা ভেঙে বেরিয়ে আসেন ঋষভ পন্ত। এর পর ঘটনাস্থলে উপস্থিত লোকজন জ্বলন্ত গাড়ি থেকে পন্তকে তুলে নিয়ে আসে।

শুক্রবার সকালে, একটি সড়ক দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন ২৫ বছর বয়সী ভারতীয় ক্রিকেটার ঋষভ পন্ত। পুলিশ জানিয়েছে, ঘুমিয়ে পড়ার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। ঋষভের মার্সিডিজটি নিয়ন্ত্রণের বাইরে গিয়ে ডিভাইডারে ধাক্কা মারে। এরপরে তাতে আগুন ধরে যায় এবং উল্টে যায়।

দুর্ঘটনার পর নিজেই জ্বলন্ত গাড়ির জানালা ভেঙে বেরিয়ে আসেন পন্ত। লোকজন তাকে বাঁচাতে পৌঁছলে তিনি বলেন, আমি ঋষভ পন্ত। তাঁর মাথায়, পিঠে ও পায়ে গুরুতর আঘাত লেগেছে। চিকিৎসকদের মতে তাঁর অবস্থা আশঙ্কামুক্ত। তাঁকে রুরকি থেকে দেরাদুনে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য।

চিকিৎসকদের একটি দল তাঁকে পর্যবেক্ষণ করছে। জানা গিয়েছে, প্রয়োজনে তাঁকে বিমানে করে নিয়ে যাওয়া হবে দিল্লিতে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পন্তের দুর্ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন।তিনি লেখেন, দুর্ঘটনায় বিখ্যাত ক্রিকেটার ঋষভ পন্তের চোট পেয়ে আমি ব্যথিত। তার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি।

বিসিসিআইয়ের তরফে বোর্ড সচিব জয় শাহ বলেন, কপালে দুটি চোট রয়েছে পন্তের। হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে গেছে। ডান হাতের কব্জি ও গোড়ালিতেও চোট লেগেছে। এমআরআই করার পর তার চোটের তীব্রতা জানা যাবে। আমরা মেডিকেল টিম ও তাঁর পরিবারের সাথে সর্বক্ষণ যোগাযোগ রাখছি। আমরা এই কঠিন সময়ে পন্তকে সম্ভাব্য সব ধরনের চিকিৎসা ও সহায়তা দেব।

Related Articles

Back to top button
error: