ভারতীয় মহিলা দলের ব্যাটিং কোচ নিযুক্ত হলেন ঋষিকেশ কানিটকর

টিডিএন বাংলা ডেস্ক: প্রাক্তন আন্তর্জাতিক ক্রিকেটার হৃষিকেশ কানিটকরকে ভারতীয় মহিলা দলের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ করা হয়েছে। একই সঙ্গে রমেশ পাওয়ারকে এনসিএ-তে পাঠানো হয়েছে। মঙ্গলবার বিসিসিআই জানিয়েছে, ৯ ডিসেম্বর থেকে মুম্বাইতে শুরু হতে চলা পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের আগে ঋষিকেশ দলের সাথে যুক্ত হবেন। অন্যদিকে, মহিলা দলের প্রধান কোচ রমেশ পাওয়ার এনসিএ, বেঙ্গালুরুতে ভিভিএস লক্ষ্মণের দায়িত্ব সামলাবেন।