টিডিএন বাংলা ডেস্ক: কেন্দ্রের তিনটি কৃষি আইন প্রত্যাহারের দাবিতে আন্দোলনরত কৃষকদের সমর্থনে শেষ পর্যন্ত এনডিএর সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন আরএলপি সভাপতি হনুমান বেনিওয়াল। শনিবার কৃষি আইনের বিরোধিতায় বিজেপির নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক জোটের সাথে সম্পর্ক ছিন্ন করেন আরএলপি সভাপতি তথা রাজস্থানের নাগৌড়ের সাংসদ হনুমান বেনিওয়াল। এদিন রাজস্থানের শাহজাহানপুরে আয়োজিত একটি কৃষক সম্মেলন থেকে এই ঘোষণা করেন তিনি।
শনিবার ওই কৃষক সম্মেলন থেকে হনুমান বেনিওয়াল বলেন,”ভারত সরকারের আনা কৃষক বিরোধী আইনের কারণে আজ আরএলপি জাতীয় গণতান্ত্রিক জোটের সাথে সম্পর্ক ছিন্ন করার কথা ঘোষণা করছে।”তিনি আরো বলেন,”আমি জাতীয় গণতান্ত্রিক জোটের সাথে ‘ফেভিকল’ দিয়ে আটকানো নেই। আজ আমি নিজেকে জাতীয় গণতান্ত্রিক জোটের থেকে আলাদা করছি।”
শুধুমাত্র ওই কৃষক সম্মেলন থেকেই নয় টুইট করে এই বিষয়ে জানিয়েছেন হনুমান বেনিওয়াল। এ প্রসঙ্গে একটি টুইট করে তিনি লেখেন,”দেশের অন্নদাতাদের সম্মানে আজ আরএলপি জাতীয় গণতান্ত্রিক জোটের থেকে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তিনটি কৃষি আইন কৃষক বিরোধী।”
देश के अन्नदाताओं के सम्मान में आज @RLPINDIAorg ने एनडीए से अलग होने का निर्णय लिया,कृषि से जुड़े 3 बिल किसान विरोधी है !
— HANUMAN BENIWAL (@hanumanbeniwal) December 26, 2020