Teesta Biswas,
টিডিএন বাংলা ডেস্ক: মেদিনীপুরের হেঁড়িয়ার কাছে ভয়ঙ্কর এক পথ দুর্ঘটনায় মৃত্যু হল BJP-র পুরপ্রতিনিধি তিস্তা বিশ্বাসের। তিনি কলকাতা পুরসভার ৮৬ নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটর। জানা গিয়েছে, তিস্তা বিশ্বাস M.Ed এর ফাইনাল সার্টিফিকেট আনতেে গিয়েছিলেন পুর্ব মেদিনীপুরের হেঁড়িয়ার কাছে একটি কলেজে। সার্টিফিকেট নিয়ে ফেরার পথে তমলুক থানার নিমতৌড়ি অঞ্চলের নিকটে ৪১ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলেই মর্মান্তিক মৃত্যু হয় কলকাতা পুরসভার তিস্তা বিশ্বাসের। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন তাঁর স্বামী গৌরব দাস ও মেয়ে অবন্তিকা। তাঁদের কলকাতায় নিয়ে আসা হচ্ছে বলে খবর।
সূত্রের খবর, তিস্তা বিশ্বাসদের গাড়িটি ওই পথে যাওয়ার সময় গতি কমই ছিল। পেছন দিক থেকে একটি তেলের ট্যাঙ্কার দ্রুত গতিতে এসে তাঁদের গাড়িটির পেছনে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলে দুমড়ে মুচড়ে যায় পুরপ্রতিনিধির গাড়ি। স্থানীয়দের তৎপরতায় তিস্তার স্বামী ও মেয়েকে উদ্ধার করা সম্ভব হয়। তিস্তাকে স্থানীয়রা গাড়ি থেকে বের করে আনতে পারেননি। তমলুক থানার পুলিশ গিয়ে পুরপ্রতিনিধিকে উদ্ধার করে। দ্রুততার সঙ্গে তাঁকে তমলুক জেলা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা তিস্তাকে মৃত বলে ঘোষণা করেন। তিস্তার স্বামী ও মেয়েকে তমলুক জেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করানো হলেও পরে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
এই ঘটনায় BJP-র রাজ্য কমিটির সদস্য তথা জেলা নেতা নীলাঞ্জন অধিকারী বলেন, “একটি অয়েল ট্যাঙ্কারের ধাক্কায় কলকাতার গড়িয়াহাট এলাকার ৮৬ নম্বর ওয়ার্ডের পুরপ্রতিনিধি তিস্তা বিশ্বাস দাসের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আমরা শোকোস্তব্ধ। আহতদের দ্রুত কলকাতায় স্থানান্তরিত করা হচ্ছে।” এছাড়া পৌরসভার মেয়র তথা মন্ত্রী ফিরহাদ হাকিমও পুরপ্রতিনিধির মৃত্যুর খবর পেয়ে শোকপ্রকাশ করেছেন। কলকাতায় গডসে ফার্স্ট লেনে তিস্তার বাড়িতে গিয়ে শোক প্রকাশ করেন তৃণমূল বিধায়ক দেবাশিষ কুমার ও মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।