HighlightNewsদেশ

ডিটেনশন সেন্টারেই থাকবেন রোহিঙ্গারা, হরদীপ পুরী ফ্ল্যাট ও নিরাপত্তার কথা বললেও স্বরাষ্ট্র মন্ত্রক জানাল- এমন কোনো আদেশ নেই

টিডিএন বাংলা ডেস্ক: দিল্লিতে অবৈধ রোহিঙ্গা শরণার্থীদের ফ্ল্যাট দেওয়ার খবর অস্বীকার করল স্বরাষ্ট্র মন্ত্রক। বুধবার মন্ত্রক জানিয়েছে, কিছু প্রতিবেদনে রোহিঙ্গাদের ফ্ল্যাট দেওয়ার কথা বলা হচ্ছে। কিন্তু অবৈধ রোহিঙ্গা শরণার্থীদের দিল্লির বক্করওয়ালায় ফ্ল্যাট দেওয়া হবে এমন কোনো নির্দেশ আমরা দেইনি। এদিকে, বুধবারই কেন্দ্রীয় আবাসন মন্ত্রী হরদীপ পুরি ফ্ল্যাট দেওয়ার বিষয়ে টুইট করেছিলেন।

স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, দিল্লি সরকার আমাদের কাছে প্রস্তাব করেছিল যে রোহিঙ্গাদের নতুন জায়গায় স্থানান্তর করতে হবে। তবে আমরা তাঁদের নির্দেশ দিয়েছি যে অবৈধ রোহিঙ্গারা এখন যেখানে আছে সেখানেই রাখতে হবে। তাঁদের নির্বাসন নিয়ে আলোচনা চলছে। ততক্ষণ পর্যন্ত তাঁদের ডিটেনশন সেন্টারেই রাখা হবে।

প্রসঙ্গত, কেন্দ্রীয় নগর উন্নয়ন ও আবাসন মন্ত্রী হরদীপ সিং পুরি বুধবার একটি টুইট করে জানান, ভারত বরাবরই এ দেশে আশ্রয়প্রার্থীদের স্বাগত জানিয়েছে। একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোহিঙ্গা শরণার্থীদের দিল্লির বক্করওয়ালা এলাকার অর্থনৈতিক ভাবে দুর্বল শ্রেণির জন্য তৈরি করা ফ্ল্যাটে (ইডব্লুএস) পাঠিয়ে দেওয়া হবে। তাদের সাধারণ সুযোগসুবিধা দেওয়া হবে এবং দিল্লি পুলিশ ২৪ ঘণ্টা নিরাপত্তার জন্য থাকবে।” এর কয়েক ঘন্টা পরে, স্বরাষ্ট্র মন্ত্রকও টুইট করে জানিয়ে দেয়, যে এমন কোনও আদেশ নেই।

উল্লেখ্য, হরদীপ সিং পুরি ১৭ আগস্ট সকাল ৭:৩৫ মিনিটে টুইট করেন। স্বরাষ্ট্র মন্ত্রক দুপুর ২:৫০ টায় এই বিষয়ে একটি স্পষ্টীকরণ জারি করে। এদিকে ততক্ষণে সংবাদমাধ্যমে প্রকাশিত একাধিক প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, দিল্লিতে আশ্রিত রোহিঙ্গাদের তিনবেলার খাবার, টিভি-ফ্যান সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিস সরবরাহ করবে দিল্লি সরকার।রোহিঙ্গা শরণার্থীদের শীঘ্রই বাক্কারওয়ালা গ্রামের নতুন দিল্লি মিউনিসিপ্যাল ​​কাউন্সিল ফ্ল্যাটে স্থানান্তরিত করা হবে। অর্থনৈতিকভাবে দুর্বল সেকশন বিভাগের জন্য ২৫০ টি ফ্ল্যাট রয়েছে। মদনপুরে বসবাসরত ১,১০০ রোহিঙ্গাকে এখানেই স্থানান্তর করা হবে।

Related Articles

Back to top button
error: