এবার শুনানি চলাকালীন রোহিনী আদালতে বিস্ফোরণ!

টিডিএন বাংলা ডেস্কঃ আবারও শিরোনামে উঠে আসল দিল্লির রোহিনী আদালতের নাম। ইতিপূর্বে আদালত কক্ষেই মোস্ট ওয়ান্টেড গ্যাংস্টার জিতেন্দ্র ওরফে গোগিকে গুলি করে হত্যা করা হয়। যার ফলে চাঞ্চল্য ছড়িয়েছিল দিল্লিতে। আবারও সেই রোহিনী আদালতেই ঘটল বিস্ফোরণের ঘটনা। বৃহস্পতিবার সকাল ১০.৪০ নাগাদ পরিত্যক্ত ব্যাগে থাকা আইইডি বিস্ফোরক থেকে ঘটা বিস্ফোরণে কেঁপে ওঠে রোহিনী আদালত।

খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় দিল্লি ফরেন্সিক বিভাগ। প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে সাদা পাউডার জাতীয় কিছু পরিত্যক্ত ব্যাগে রেখে গিয়েছিল কেউ। এই বোমা বিস্ফোরণের ঘটনায় একজন পুলিশ কর্মী আহত হয়েছেন। আপাতত হাসপাতালে চিকিৎসা চলছে তাঁর। এই ঘটনায় আপাতত আদালতের শুনানি বন্ধ করে দেওয়া হয়েছে। বিস্ফোরণের পরই দমকল বাহীনির সাতটি ইঞ্জিন পৌঁছে যায় আদালত চত্বরে। প্রথমে মনে করা হয় কোনও ল্যাপটপ বা শকসার্কিট থেকে এই বিস্ফোরণ হয়েছে। কিন্তু পরে বোঝা যায় পরিত্যক্ত ব্যাগে থাকা আইইডি বিস্ফোরক থেকেই এই বিস্ফোরণ।