HighlightNewsদেশ

সাংবাদিক বৈঠক চলাকালে ভেঙে পড়ল ছাদ, “কেন্দ্রীয় মন্ত্রীর মাথায় উন্নয়নের আকাশ ভেঙে পড়েছে” কটাক্ষ শ্রীনিবাসের

টিডিএন বাংলা ডেস্কঃ এক সাংবাদিক বৈঠকে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী মুক্তার আব্বাস নাকভি। এমন সময় হঠাৎ ঘটে গেলো এক অঘটন, ভেঙে পড়ল ছাদের একটি অংশ। উত্তরপ্রদেশের রামপুরের ঘটনা, অমৃতসর প্রকল্পের আওতায় রামপুরহাটে ৭০০ শিল্পীদের নিয়ে ‘হুনার হাত’ নামক একটি অনুষ্ঠান আয়োজন করছে ১৬ থেকে ২৫ পর্যন্ত। আর সেই অনুষ্ঠানের আয়োজন খতিয়ে দেখতে রামপুরে গিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী মুক্তার আব্বাস নাকভি। সেখানেই সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎকারে বসেছিলেন। সংখ্যালঘু মন্ত্রকের কেন্দ্রীয় মন্ত্রী মুক্তার আব্বাস নাকভি সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন। এমন সময় হঠাৎ করে ভেঙে পড়তে থাকে ছাদের কিছু অংশ। এই দুর্ঘটনায় যদিও মন্ত্রীর কোন ক্ষতি হয়নি। তবে তার পাশে থাকা কিছু লোকের মানুষের গায়ে ভেঙে পড়ে ছাদের অংশ। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী এই ঘটনায় কেউ আহত হননি। এই ঘটনা প্রসঙ্গে যুব কংগ্রেসের কেন্দ্রীয় সভাপতি শ্রীনিবাস এক ট‍্যুইটার বার্তায় বলেন, “কেন্দ্রীয় মন্ত্রী মুক্তার আব্বাস নাকভির মাথায় উন্নয়নের আকাশ ভেঙে পড়েছে‌। সাংবাদিক বৈঠকে বসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গুনোগান গাই ছিলেন তিনি। আর সেই কারণেই এই ঘটনা।” এই ঘটনা প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী বা বিজেপির তরফ থেকে এখনো পর্যন্ত কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Related Articles

Back to top button
error: