নিজস্ব সংবাদ, টিডিএন বাংলা: নবী অবমাননাকে কেন্দ্র করে দেশে যে উত্তেজক পরিস্থিতি সৃষ্টি হয়েছে তার জন্য বিজেপি সরকারকে দায়ী করে সিপিআই (এমএল) -এর পক্ষ থেকে অভিযোগ করে বলা হয়, ধর্মীয় মেরুকরণের মাধ্যমে দেশের মৌলিক সমস্যা গুলো যথা মূল্যবৃদ্ধি, বেকারত্ব, দেশের সম্পদের কর্পোরেট লুট, ব্যাপক দুর্নীতির বিরুদ্ধে জনতার ক্রমবর্ধমান ক্ষোভ প্রভৃতি থেকে মানুষের দৃষ্টি অন্য দিকে ঘুরিয়ে দিতে চাইছে আরএসএস ও বিজেপি। একইসঙ্গে দেশের আপামোর সাধারণ মানুষকে তাদের এই চক্রান্তে পা না দিতে অনুরোধ করলো তারা।
প্রসঙ্গত, কয়েক দিন পূর্বে মুসলিমদের শ্রেষ্ঠ নবী মুহাম্মদ(স:)-এর সম্পর্কে আপমান জনক মন্তব্য করেন বিজেপির কেন্দ্রীয় মুখপাত্র নুপুর শর্মা। আর তার সেই সাম্প্রদায়িক বিদ্বেষমূলক মন্তব্যের পর দেশ তথা বিশ্ব জুড়ে শুরু হয় প্রতিবাদ বিক্ষোভ। সেই ঘটনার প্রতিবাদ করতে গিয়ে বিভিন্ন স্থানে দীর্ঘ সময়ের জন্য রাস্তা অবরোধ ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এমতাবস্থায় জনতাকে শান্তি ও সাম্প্রদায়িক সৌহার্দ্য রক্ষা করতে সংঘবদ্ধ হওয়ার আবেদন করলো সিপিআই (এম এল)।
একটি বিবৃতি দিয়ে সিপিআই (এম এল)-এর পক্ষ থেকে উত্তেজনা প্রশমনে রাজ্য সরকারের কাছে অবিলম্বে সর্বদলীয় বৈঠক করার দাবি জানানো হয়।