HighlightNewsদেশ

“আরএসএসের ঝান্ডাই একদিন জাতীয় পতাকা হবে”, বিতর্কিত মন্তব্য কর্নাটকের বিধায়ক কে এস ঈশ্বরাপ্পার

টিডিএন বাংলা ডেস্ক: ফের বিতর্কিত মন্তব্য করলেন কর্ণাটকের প্রাক্তন মন্ত্রী এবং বর্তমান বিধায়ক কে এস ঈশ্বরাপ্পা। সোমবার কে এস ঈশ্বরাপ্পা বলেন, আরএসএসের পতাকা যে একদিন জাতীয় পতাকা হবে তাতে কোনো সন্দেহ নেই। তিনি আরো বলেন, গেরুয়া ত্যাগের প্রতীক। হাজার বছর ধরে গেরুয়ার প্রতি মানুষের শ্রদ্ধা রয়েছে, তাই আরএসএস গেরুয়া পতাকার সামনে প্রার্থনা করে।

বিজেপি বিধায়ক কে এস ঈশ্বরাপ্পা এর আগেও বহুবার গেরুয়া পতাকা নিয়ে বিবৃতি দিয়েছেন। কিছুদিন আগেই ঈশ্বরাপ্পা বলেছিলেন যে ভবিষ্যতে গেরুয়া পতাকা তেরঙা পতাকার জায়গা নিয়ে পারে। শুধু তাই নয় তিনি দাবি করেছিলেন, আগামী দিনে লাল কেল্লাতেও উত্তোলিত হবে গেরুয়া পতাকা।একইসঙ্গে উত্তরপ্রদেশ সরকারের মাদ্রসগুলিতে জাতীয় সংগীত গাওয়া অনিবার্য করার প্রসঙ্গে ঈশ্বরাপ্পা আরো বলেন, আমাদের দেশে এবারে দেশবিরোধীদেরও(অ্যান্টি ন্যাশনাল)
জাতীয় সঙ্গীত গাইতে দেখা যাবে। তিনি আরও বলেন, যে সম্প্রদায় সন্ত্রাসী তৈরি করে, এবার সেই সম্প্রদায়ের লোকেরাও জাতীয় সঙ্গীত গাইবে।

Related Articles

Back to top button
error: