নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, মুর্শিদাবাদ: মাধ্যমিক-উচ্চ মাধ্যমিকের পর নিটেও চমকপ্রদ সাফল্য পেলো মুর্শিদাবাদের কান্দির ছাত্রী রুমানা সুলতানা। সোমবার সর্বভারতীয় ডাক্তারী প্রবেশিকা পরীক্ষায় (নিট) রুমানার স্থান হয়েছে ১০৫৬। তার প্রাপ্ত নম্বর ৬৭৭। রুমানার অনবদ্য সাফল্যে আনন্দিত মুর্শিদাবাদবাসী। উল্লেখ করা যেতে পারে, ২০১৯ সালে মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে পঞ্চম স্থান অধিকার করে রুমানা সুলতানা। ২০২১ সালে উচ্চ মাধ্যমিকেও মেয়েদের মধ্যে রাজ্যে প্রথম স্থান অধিকার করে সে। ঠিক তারপরেই ডাক্তার হওয়ায় নেশায় বাড়িতেই প্রস্তুত নিচ্ছিলেন কান্দি রাজা মনিন্দ্র চন্দ্র উচ্চ বালিকা বিদ্যালয়ের এই ছাত্রী। পরীক্ষায় বসতেই কার্যত বাজিমাত করে আবারও সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষায় র্যাঙ্ক করলো রুমানা সুলতানা।