HighlightNewsরাজ্য

শিলিগুড়ির বিমানবন্দরে রানওয়েতে ফাটল, তড়িঘড়ি বন্ধ উড়ান পরিষেবা

টিডিএন বাংলা ডেস্ক : শিলিগুড়ির কাছে বাগডোগরা বিমানবন্দরের রানওয়েতে দেখা দিয়েছে ফাটল। ফাটল মেরামতের জন্য আপাতত তড়িঘড়ি বন্ধ করা হল বিমানবন্দরের উড়ান পরিষেবা। মেরামিরত কাজ শেষ হলেই শুরু করা হবে বিমান চলাচল। জানা গিয়েছে, প্রতিদিনের মত মঙ্গলবার সকালে দু’টি বিমান অবতরণের করে। তখনই রানওয়েতে ফাটল চোখে উড়ে। এরপর দ্রুত রানওয়ে বন্ধ করে দেওয়া হয়। তড়িঘড়ি উড়ান ও অবতরণ বন্ধ করে দেওয়ায় এড়ানো গিয়েছে দুর্ঘটনার আশঙ্কা। সূত্রের খবর, মেরামতি করতে কমপক্ষে ৪ ঘণ্টা সময় লাগবে। এর ফলে বিমানবন্দরে নামতে চাওয়া একাধিক বিমানকে অন্য পথে ঘুরিয়ে দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, ১১ ই এপ্রিল থেকেই বিমানবন্দরের রক্ষণাবেক্ষণের কাজ শুরু হওয়ার কথা। আর তা শেষ হওয়ার কথা ২৫শে এপ্রিল। অর্থাত্‍ এই ১৪ দিন যাত্রীরা কোনরকম পরিষেবা পাবেন না বলে জানিয়েও দেওয়া হয়। কিন্তু তার আগেই রানওয়েতে ফাটল ধরা পড়ল। এ বিষয়ে এখনও এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়ার কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Related Articles

Back to top button
error: