HighlightNewsআন্তর্জাতিকদেশ

এস-৪০০ ক্ষেপণাস্ত্র সরবরাহে বাধা দেওয়া হবে না, ভারতকে আশ্বাস রাশিয়ার

টিডিএন বাংলা ডেস্ক: ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধের পরিস্থিতির প্রভাবে ভারতকে এস – ৪০০ ট্রায়াম্ফ ক্ষেপণাস্ত্র সরবরাহে বিলম্ব করবে না রাশিয়া। বুধবার এমনটাই জানিয়েছেন ভারতের নিযুক্ত রুশ রাষ্ট্রদূত ডেনিস অলিপোভ। তিনি বলেন,” এ বিষয়ে মস্কো – নয়াদিল্লির চুক্তি কোনও বাধার ওপর নির্ভরশীল নয়। এই চুক্তি ধারাবাহিক প্রক্রিয়ার ওপর নির্ভরশীল।”

ইতিমধ্যেই ওই চুক্তি অনুসারে রাশিয়া থেকে ভারতে এসে পৌঁছেছে দুটি এস – ৪০০। আগামী এপ্রিলে আরো তিনটি এসে পৌঁছানোর কথা। এই প্রসঙ্গে উল্লেখ্য, ২০১৪ সালে এই ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা কেনার বিষয়ে মস্কোর সঙ্গে নয়া দিল্লি যোগাযোগ করার পরে আমেরিকার তরফ থেকে হুঁশিয়ারি দেওয়া হয় ভারতকে। সেই হুঁশিয়ারি উপেক্ষা করে ২০১৮ সালের অক্টোবরে ভলিদিমির পুতিনের দিল্লি সফরের সময় এই সংক্রান্ত প্রায় ৪০ হাজার কোটি টাকার চুক্তি শই করে ভারত। এর পরে, ২০১৯ সালের গোড়ার দিকে আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, রাশিয়ার সঙ্গে এস – ৪০০ কেনার চুক্তি বাতিল করলে ভারতকে টার্মিনাল হয় আল্টিতিউদ এরিয়া ডিফেন্স(থাড) এবং পেট্রিয়ট – ৩ ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা দেওয়া হবে। যদিও প্রযুক্তিগত উৎকর্ষতার তুলনামূলক বিচারে ভারত সেসময় এস – ৪০০ কেনার সিদ্ধান্তে অটল থাকে।

Related Articles

Back to top button
error: