HighlightNewsআন্তর্জাতিক
গুরুতর অসুখের কারণে আগামী বছর ইস্তফা দিতে পারেন রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন
টিডিএন বাংলা ডেস্ক: গত ২১ বছর ধরে রাশিয়ার দায়িত্ব সামলানোর পর আগামী বছর গুরুতর অসুখের কারণে রাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দিতে পারেন ভ্লাদিমির পুতিন। বিদেশি সংবাদমাধ্যমে প্রকাশিত একটি রিপোর্টে দাবি করা হয়েছে, ভ্লাদিমির পুতিন গুরুতরভাবে পারকিনসন্স রোগের শিকার হয়েছেন। গার্লফ্রেন্ড এলিনা কাবেবা এবং দুই কন্যা মারিয়া বর্স্তবা ও কতেরিনা তিখোনোবা ইতিমধ্যেই রাষ্ট্রপতি পুতিনকে ইস্তফা দেওয়ার জন্য জোড়াজুড়ি করছেন। মস্কোর রাজনৈতিক বিজ্ঞানী ভালেরি সলোভে বলেছেন, পুতিন আগামী বছরের জানুয়ারিতে অন্য কারও হাতে ক্ষমতা হস্তান্তর করতে পারেন।তিনি আরো বলেন, পুতিন পার্কিনসনের বিরুদ্ধে লড়াই করছেন এবং সাম্প্রতিক ফুটেজে তাঁর অসুস্থতার লক্ষণ দেখা গেছে।