টিডিএন বাংলা ডেস্ক : রাশিয়ার হামলায় বিপর্যস্ত ইউক্রেন। এই পরিস্থিতিতে ইউক্রেনে আটকে রয়েছেন প্রায় ২০ হাজার ভারতীয়। এমতাবস্থায় দ্রুত শিক্ষার্থী সহ সমস্ত ভারতীয়দের ফিরিয়ে আনতে অনুরোধ করলেন বলিউড অভিনেতা তথা সমাজসেবী সোনু সুদ। তিনি এক টুইটে বার্তায় লেখেন, ‘এই মুহূর্তে ইউক্রেনে প্রায় ১৮ হাজার ছাত্রছাত্রী ও বহু পরিবার আটকে রয়েছে। আমি নিশ্চিত সরকার তাঁদের সুরক্ষিতভাবে সেখান থেকে ফিরিয়ে নিয়ে আসার যথাসম্ভব চেষ্টা করছে। ভারতীয় দূতাবাসের কাছে আমার আর্জি, ওখানে আটকে থাকা পড়ুয়া ও বহু পরিবারকে সুরক্ষিত পথে দেশে ফিরিয়ে নিয়ে আসার অন্য কোনও রাস্তা বের করতে।’
এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ভারতীয় পড়ুয়া সহ নাগরিকদের সুরক্ষা ভারতের কাছে অগ্রাধিকার পাচ্ছে। বিদেশ মন্ত্রক একটি কন্ট্রোলর রুম চালু করেছে। ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের দ্রুত দেশে ফিরিয়ে আনতে, তাদের সাহায্য করতে ও বিশেষত পড়ুয়াদের নিরাপত্তা সুনিশ্চিত করতে ইতিমধ্যেই একটি বৈঠক করেছে কেন্দ্র সরকার।