HighlightNewsআন্তর্জাতিক

ইউক্রেনকে ধ্বংস করতে সাইবার হানা রাশিয়ার?

টিডিএন বাংলা ডেস্ক : ইউক্রেনকে সাঁড়াশি চাপ দিতে শুরু করেছে রাশিয়া। সামরিক অভিযান তো রয়েছেই। পাশাপাশি ইউক্রেনকে ধ্বংস করতে মস্কো চালাচ্ছে সাইবার হানা। উঠছে এমনই চাঞ্চল্যকর অভিযোগ।

অভিযোগ ওয়াইপার নামে একটি ম্যালওয়ারকে হাতিয়ার করেছে রাশিয়া। ঘটনাচক্রে সাইবার হানায় নিয়ে ইউক্রেনকে আগেই সতর্ক করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সামরিক আক্রমণের পাশাপাশি সাইবার হামলার ছক হাইব্রিড ওয়ারফেয়ার নামে পরিচিত। সাইবার হানায় শিকার হতে শুরু করেছে ইউক্রেন সরকার থেকে শুরু করে ব্যাঙ্ক এবং অন্যান্য সরকারি-বেসরকারি আর্থিক প্রতিষ্ঠানের ওয়েবসাইট। ঝড়ের গতিতে চলতে থাকে এই সাইবার হানা। দুশ্চিন্তা কয়েকগুণ বেড়ে যায় কিছুক্ষণের মধ্যেই। ব্যবহার করা হচ্ছে ওয়াইপার নামে ম্যালওয়্যার। একটি অতি সুরক্ষিত সিস্টেম থেকেও যাবতীয় তথ্য সম্পূর্ণভাবে ধ্বংস করার ক্ষমতা রাখে এই ম্যালওয়ার। মুছে দেওয়া তথ্য ফিরে পাওয়ার আর কোনও সম্ভাবনা থাকেনা।

ইউক্রেন নিয়ে পরিস্থিতি ক্রমশ তপ্ত হতে শুরু করতেই, মাস দুয়েক আগে এই ম্যালওয়্যারটি তৈরি হয়। সেই ভাবে বাজারে ছাড়া হয় নি। বিপুলভাবে ব্যবহার শুরু হলো রাশিয়ার যুদ্ধ ঘোষণা করার পর। কীভাবে একে আটকানো যায়, তা এখনও জানা যায়নি। ফলে এই এর প্রতিরোধক তৈরি করা যায়নি এখনও। আশঙ্কা করা হচ্ছে ইউক্রেনকে এই সাইবার হানার বড় মূল্য দিতে হবে।

Related Articles

Back to top button
error: