HighlightNewsদেশ

জ্ঞানবাপী মসজিদে প্রাপ্ত শিবলিঙ্গের পূজা করতে চেয়ে অনির্দিষ্ট কালের জন্য অনশন শুরু করলেন গুজরাটের সাধু অভিমুক্তেস্বরানন্দ

টিডিএন বাংলা ডেস্কঃ কয়েকদিন আগেই আরএসএস প্রধান মোহন ভাগবত একটি অনুষ্ঠানে বক্রতিতা দিতে গিয়ে গিয়ে বলেছিলেন,”সমস্ত মসজিদে শিবলিঙ্গ খোঁজার প্রয়োজনীয়তা কি?” মোহন ভাগবতের ওই মন্তব্যের পরপরই জ্ঞানবাপী মসজিদের শিবলিঙ্গের পূজা করতে চেয়ে অনির্দিষ্টকালের জন্য অনশন শুরু করলেন গুজরাটের এক সাধু। জান গিয়েছে, গুজরাটের ওই সাধু বারানসীতে বেড়াতে এসে শনিবার সকালে অনির্দিষ্টকালের জন্য অনশন শুরু করেন। স্বামী অভিমুক্তেস্বরানন্দ নামে ওই সাধুর দাবি, তাঁকে মসজিদ চত্ত্বরে প্রাপ্ত শিবলিঙ্গের পূজা করতে পুলিশ বাধা দেওয়ায় তিনি অনির্দিষ্টকালের জন্য অনশনে বসেছেন।
দ্বারকার শারদা পীঠের শঙ্করাচার্য স্বরূপানন্দ সরস্বতীর প্রধান শিষ্য স্বামী অভিমুক্তেস্বরানন্দকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি সংবাদ মাধ্যমকে জানান,”শিবলিঙ্গের সামনে যে কোনও ব্রাহ্মণের প্রার্থনা করার” অধিকার চেয়ে বারাণসী জেলা আদালতে একটি পিটিশন দায়ের করতে তিনি তাঁর আইনজীবীকে ডেকেছেন। ওই আবেদন মানা হবে কি না সে বিষয়ে সোমবার সিদ্ধান্ত নেবে আদালত।
প্রসঙ্গত, বৃহস্পতিবার, আরএসএস প্রধান মোহন ভাগবত বারাণসীর জ্ঞানবাপী মসজিদের উপর হিন্দুদের দাবিকে দৃঢ়ভাবে সমর্থন করে বলেন, সংঘ রাম জন্মভূমির পরে মন্দিরের জন্য অন্য কোনও “আন্দোলন” চালু করার পক্ষে নয়। শুধু তাই নয়, মোহন ভাগবত আরও বলেন,”সমস্ত মসজিদে শিবলিঙ্গ খোঁজার প্রয়োজন কি? রোজ রোজ নতুন করে বিতক তলা উচিত নয়। জ্ঞানবাপী নিয়ে আমাদের আলাদা ভক্তি থাকতেই পারে, তাই বলে সমস্ত শিবলিঙ্গের অস্তিত্ব খুঁজে বেরিয়ে, জিগির তোলা উচিৎ নয়।“
উল্লেখ্য, এই ঘটনা প্রসঙ্গে বারাণসীর ডেপুটি কমিশনার অফ পুলিশ আরএস গৌতম বলেছেন, “সাধু যে এলাকায় প্রার্থনা করতে চান, সেটি ১৬ মে আদালতের নির্দেশে সিল করে দেওয়া হয়েছিল। সেখানে কারুরই যাওয়ার অনুমতি নেই। এছাড়াও, মামলাটি জেলা আদালতে বিচারাধীন রয়েছে। সাধুকে গ্রেফতার করা হয়েছে।”

Related Articles

Back to top button
error: