টিডিএন বাংলা ডেস্ক : গেরুয়া বসন পরে মন্দিরের বাইরে বসে থাকতেন তিনি। সাধু ভেবে প্রণামীও জুটতো ভালোই। শুক্রবার ওই ভেকধারীকে গ্রেফতার করেছে চেন্নাই পুলিশ। ৫০ বছরের ওই ব্যক্তি বিভিন্ন মন্দিরের বাইরে গাঁজা বিক্রি করতেন বলে অভিযোগ। অভিযুক্ত ব্যক্তির নাম দামু। তাঁকে গ্রেফতারের পর তাঁর দুই সঙ্গীকেও গ্রেফতার করেছে পুলিশ।
বিভিন্ন মন্দিরের বাইরে বিক্রি হচ্ছে গাঁজা। চেন্নাইয়ের পুলিশের কাছে আগে থেকেই ছিল এই খবর। গেরুয়া পোশাক পরে সাধু সেজে থাকা দামু খবরের কাগজে পুরিয়া পাকিয়ে গাঁজা দিতেই তাঁকে হাতেনাতে ধরে পুলিশ। তাঁর কাছ থেকে সাত কিলোগ্রাম গাঁজা উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
দামু নামে ওই ব্যক্তি পুলিশের নজর এড়াতেই সাধুর ভেক নিয়েছিলেন। জেরায় ওই ধৃত ব্যক্তি জানিয়েছেন থেনির বাসিন্দা এম রাজা এবং মাইলাদুথুরাইয়ের বাসিন্দা ই আসাথাম্মি তাঁকে গাঁজা সরবরাহ করতেন। দামুর কাছে তথ্য পেয়ে এম রাজা এবং আসাথাম্মিকেও গ্রেফতার করেছে পুলিশ। অন্ধ্রপ্রদেশ থেকে গাঁজা এনে চেন্নাইয়ে বিক্রি করত দামু এবং তার সহযোগীরা। সূত্র- পুবের কলম পত্রিকা