উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে সমাজবাদী পার্টি ও ওয়েলফেয়ার পার্টির জোট গড়ার সিদ্ধান্ত

নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলাঃ ২০২৪ সালে অনুষ্ঠিত হতে চলেছে উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন। আর এখন থেকেই শুরু হয়ে গিয়েছে তার প্রস্তুতি পর্ব। এবারের উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন নিয়ে সমাজবাদী পার্টির প্রধান প্রাক্তন মূখ্যমন্ত্রী অখিলেশ যাদব ও ওয়েলফেয়ার পার্টির সর্বভারতীয় সভাপতি ডক্টর এস.কিউ.আর ইলিয়াস আজ দীর্ঘক্ষন আলোচনা করলেন। এদিনের এই আলোচনায় ওয়েলফেয়ার পার্টির পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন পার্টির সর্বভারতীয় সাধারণ সম্পাদক শুব্রমনি আরুগামনি, শ্রীমতি সীমা মহাসিন, সিরাজ তালিব, রাজ্জাক পালেরি, সর্বভারতীয় সহ-সভাপতি শ্রী রবিশঙ্কর ত্রিপাঠি, ফ্র‍্যাটারনিটি মুভমেন্টের সর্বভারতীয় সভাপতি শামসের ইব্রাহিম সহ অন্যান্য নেতৃত্ব। এদিনের আলোচনায় ২০২২-শে উত্তরপ্রদেশের নির্বাচনে বিজেপিকে হারাতে ওয়েলফেয়ার পার্টি এবং সমাজবাদী পার্টি একজোট হয়ে লড়াই করার সিদ্ধান্ত হয়। এদিনের আলোচনায় উভয় পার্টি মিলিত ভাবে নির্বাচনী এজেন্ডা ঠিক করা হবে বলে সিদ্ধান্ত হয়েছে। তবে প্রাথমিকভাবে নির্বাচনী এজেন্ডায় মানবাধিকার, কৃষক অধিকার, নারীর অংশগ্রহণ, কর্মসংস্থান প্রভৃতি বিষয়কে প্রাধান্য দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এই আলোচনা সভায় এস কিউ আর ইলিয়াস সাহেব ধর্মনিরপেক্ষ ছোট ছোট দলগুলোকে নিয়ে বিজেপি বিরোধী মহাজোট গড়ার ইচ্ছা প্রকাশ করেছেন।