HighlightNewsদেশ

রাজনৈতিক স্বার্থেই জ্ঞানবাপী মসজিদ নিয়ে সাম্প্রদায়ীক উত্তেজনা সৃষ্টি করা হচ্ছে, দাবি সমাজবাদী পার্টি নেতার

টিডিএন বাংলা ডেস্ক: বারাণসীর জ্ঞানভাপী মসজিদে কখনই কোনও ‘শিবলিঙ্গ’ ছিল না। শুধুই রাজনৈতিক স্বার্থেই জ্ঞানবাপী মসজিদ নিয়ে সাম্প্রদায়ীক উত্তেজনা সৃষ্টি করা হচ্ছে বলে দাবি করলেন উত্তর প্রদেশের প্রধান বিরোধী দল সমাজবাদী পার্টির এমপি শফিকুর রহমান। তিনি অভিযোগ করেন ২০২৪ এ অনুষ্ঠিত হতে চলা লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখেই এইভাবে ধর্মীয় ভাবাবেগে সুড়সুড়ি দেওয়া হচ্ছে। তাঁর ভাষায়, ‘২০২৪ সালের নির্বাচনকে সামনে রেখে এই পরিস্থিতি তৈরি করা হচ্ছে। ইতিহাসের গভীরে গেলে জানা যাবে, জ্ঞানবাপী মসজিদে কোনো ‘শিবলিঙ্গ’ ছিল না। এ সবই ভুল।’

শফিকুর রহমান এদিন বাবরী মসজিদের প্রসঙ্গও টেনে আনেন। তিনি বলেন আদালতের রায় নিয়েই রামমন্দির নির্মান হচ্ছে। তবু বলবো সেখানে একটি মসজিদ ছিল। ইসলাম মূর্তি পূজার বিরোধী এবং আমরা কারো জমি দখল করে মসজিদ নির্মাণ করতে পারি না। তিনি আরও অভিযোগ করেন, “আমাদের টার্গেট করা হচ্ছে। মসজিদে হামলা হচ্ছে। সরকার এভাবে চলে না। সরকারকে সততা ও আইনের শাসন চালাতে হবে। আইনের নয় বুলডোজারের শাসন আছে।”

Related Articles

Back to top button
error: