টিডিএন বাংলা ডেস্ক : পাঁচ রাজ্যের ভোটের ফল প্রকাশ হতেই উল্লশিত গেরুয়া শিবির। তবে উত্তরপ্রদেশে আবারও সংখ্যাগরিষ্ঠতা পেয়ে আগামী লোকসভাতেও ক্ষমতায় আশার স্বপ্ন দেখছে বিজেপি শিবির। আর এরই মধ্যে সমাজবাদী পার্টি সুপ্রিম অখিলেশ যাদব পরাজয়ের গ্লানির পরিবর্তে আশার বানী শোনালেন। সমাজবাদী পার্টি দেখিয়েছে বিজেপির আসন সংখ্যা কমানো সম্ভব বলেও তাঁকে মন্তব্য করতে দেখা যায়। হয়তো এই ভাবেই তিনি তাঁর দলীয় কর্মীদের হতাশার পরিবর্তে আশার আলো দেখাতে চাইছেন।
এদিন ওই টুইট বার্তায় উত্তরপ্রদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অখিলেশ যাদব বলেন, ‘আমাদের আসন আড়াই গুণ এবং ভোট শতাংশ দেড় গুণ বৃদ্ধি পেয়েছে। এই জন্য উত্তরপ্রদেশের মানুষকে আন্তরিক ধন্যবাদ। আমরা দেখিয়েছি যে বিজেপির আসন কমানো যেতে পারে। বিজেপির এই হ্রাস অবিরাম অব্যাহত থাকবে। অর্ধেকেরও বেশি বিভ্রান্তি ও বিভ্রান্তি দূর হয়েছে, বাকিটা হবে কয়েকদিনের মধ্যে। জনস্বার্থের সংগ্রামে জয় হবেই।’
উল্লেখ্য যে, গতকালই পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়েছে। পাঁচ রাজ্যের ফলাফলই গেরুয়া শিবিরের জন্য আশাবঞ্চক। তবে উত্তরপ্রদেশে আসন সংখ্যা কমলেও ক্ষমতায় টিকে থাকতে পেরে তারা উৎফুল্ল। ২০১৭ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি পেয়েছিল ৩১২টি আসন। কিন্তু এবার তাদের আসন সংখ্যা কমে দাঁড়িয়েছে ২৫৫। যদিও এবার তাদের শতাংশের হিসাবে ভোট বেড়েছে। অন্যদিকে সপা আগের বারে পেয়ে ছিল মাত্র ৪৭টি আসন। কিন্তু এবার তাদের সেই আসন বেড়ে হয়েছে ১১১টি। গতবার যা ছিল ২২ শতাংশ তা এবার বেড়ে হয়েছে ৩২ শতাংশ। তবে তারা যে উত্তরপ্রদেশ জয়ের দাক দিয়েছিল সেই জায়গা থেকে এখন তারা অনেক দূরে আছে।