টিডিএন বাংলা ডেস্ক : টি টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের কাছে ভারতের লজ্জার হার। বিশ্বকাপের মঞ্চে ২৯ বছরের রেকর্ড রবিবার রাতে দুবাইয়ের মাটিতে ভেঙে চুরমার হয়ে গিয়েছে। ১০ উইকেটে ভারতকে হারিয়ে প্রথমবার জিতেছে পাকিস্তান। আর ম্যাচ শেষের পর থেকেই উত্তাল সোশ্যাল মিডিয়া। আর সকলের নিশানায় হঠাৎ মহম্মদ সামি।
বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের প্রথম হারের পর সোশ্যাল মিডিয়ায় প্রবল আক্রমণের মুখে পরতে হয় ভারতীয় এই পেসার মহম্মদ সামিকে। হারের পর তাঁর দায়বদ্ধতা, ধর্ম নিয়েও প্রশ্ন তোলেন ভারতীয় দলের কিছু উগ্র সমর্থক। যার প্রতিবাদে এবার সরব হলেন রাহুল গান্ধী। টুইট করে রাহুল গান্ধী বলেন, ‘সামি আমরা সকলেই তোমার সঙ্গে আছি। এই মানুষগুলো ঘৃণায় পরিপূর্ণ কারণ কেউ ওদের ভালোবাসেনি। ওদের ক্ষমা কোরো।’
Mohammad #Shami we are all with you.
These people are filled with hate because nobody gives them any love. Forgive them.
— Rahul Gandhi (@RahulGandhi) October 25, 2021