রাজ্য
সুজাপুরে ফের নমুনা সংগ্রহ, যান্ত্রিক গোলযোগেই দুর্ঘটনা, প্রাথমিক তদন্ত ফরেনসিক দলের
নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, মালদা: মালদায় সুজাপুরের বিস্ফোরন স্থলে নমুনা সংগ্রহ করলেন ফরেন্সিক দলের সদস্যরা। গতকাল রাত্রে ফরেনসিকের দল নমুনা সংগ্রহ করার পর আজ পুনরায় নমুনা সংগ্রহ করতে ঘটনাস্থলে আসে দুই সদস্যের প্রতিনিধিদল। যদিও ফরেন্সিক আধিকারিক ডঃ চিত্রাক্ষ সরকার জানান, যান্ত্রিক গোলযোগের কারনেই ঘটনা ঘটেছে। এমনটাই প্রাথমিক তদন্তে অনুমান। খুব শীঘ্র রিপোর্ট আসবে।