নিজস্ব সংবাদ, টিডিএন বাংলা: মুর্শিদাবাদ জেলার সামসেরগঞ্জের উত্তর চাঁচন্ড গ্রামে আবারও শুরু হয়েছে ভয়াবহ গঙ্গা ভাঙন। গত বৃহস্পতিবার ভোর রাতে পুরো গ্রামের মানুষ যখন ঘুমের সাগরে ডুবে ছিল। ঠিক তখনই শুরু হয় এই গঙ্গা ভাঙ্গন। অল্প সময়ের মধ্যে সকলের চোখের সামনেই একে একে গঙ্গার গর্ভে তলিয়ে গিয়েছে প্রায় ২০ থেকে ২৫ টি বাড়ি। তলিয়ে গিয়েছে কৃষি জমি থেকে শুরু করে গাছপালা সহ বিভিন্ন সামগ্রী। গঙ্গা গর্ভে বিলীন হয়ে গিয়েছে দীর্ঘদিনের মাটির বাঁধ। বাড়িঘরের যাবতীয় আসবাব পত্র গঙ্গায় পড়ে গেলেও ঘুম থেকে জেগে কোনরকমে প্রাণে বেচেঁছেন পরিবারের সদস্যরা। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের সামসেরগঞ্জের উত্তর চাঁচন্ড গ্রামজুড়ে।
ভাঙ্গনের আতঙ্কে বাড়িঘর ছেড়ে অন্যত্র পালাচ্ছেন স্থানীয় কয়েক’শ’ পরিবার। নিজ নিজ সামগ্রী নিয়ে পালানোর হিড়িক পড়েছে গ্রামজুড়ে। রাতের অন্ধকারে এমন ভয়াবহ গঙ্গা ভাঙ্গনের আতঙ্কে হাহাকার পরিস্থিতি সৃষ্টি হয়েছে উত্তর চাঁচন্ডতে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, যে সমস্ত বাড়িগুলো তলিয়ে গিয়েছে তারা নিজেরদের কোনো আসবাব পত্র নিতে পারেননি। এমনকি তলিয়ে গিয়েছে সঞ্চিত টাকা ও সমস্ত কাগজপত্র-দলিল দস্তাবেজ-সার্টিফিকেট সব কিছু। ভিটড়েমাটি সহ জীবনের সমস্ত কিছু গঙ্গা বক্ষে তলিয়ে যাওয়া ঠিকানাহীন পরিবারগুলির কান্নায় শোকস্তব্ধ হয়ে পড়েছে গোটা এলাকা। এখন তারা কোথায় যাবেন, কি খাবেন, কোথায় থাকবেন, কি করবেন কিছুই বুঝে উঠতে পারছেন না তারা। তাদের শূন্যদৃষ্টির চোখে শুধুই ভাসছে এক অন্ধকার, অনিশ্চিত ভবিষ্যতের বিভীষিকাময় দুঃস্বপ্ন।
ঠিক কি হয়ে ছিল এদিন?
ওই এলাকার এক বাসিন্দা বলেন, “আমরা ঘুমিয়ে ছিলাম হঠাৎ মাঝরাতে আমাদের ঘরে ফাটল ধরে। তারাতারি উঠে জিনিস পত্র বার করার আগেই ঘরের একাংশ ভেঙে যায়। কোনো রকমে প্রাণ নিয়ে আমরা পালিয়ে আসি। আমাদের চোখের সামনে সব তলিয়ে গেল।” অপর এক জন বাসিন্দা কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমাদের সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র ও জমানো টাকা গঙ্গায় তলিয়ে গেছে। এখন আমরা কি করবো বুঝতে পারছি না।”
এটাই প্রথম নয় বহু বছর ধরে মুর্শিদাবাদের বিভিন্ন এলাকায় গঙ্গা ভাঙন দেখা যায়। প্রতি বছরই অসংখ্য বাড়ি, চাষের জমি গঙ্গা ভাঙনে বিলীন হয়ে গিয়েছে। এই এলাকার বাসিন্দাদের অভিযোগ প্রশাসনের গাফিলতির কারণেই এই ভয়াবহ গঙ্গা ভাঙনের ঘটনা প্রতি নিয়ত ঘটে চলেছে। ভাঙন বন্ধ করতে তারা কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ জানিয়েছেন তারা। পাশাপাশি তারা আরও অভিযোগ তুলেছেন ভাঙনের পরেও প্রশাসনের পক্ষ থেকে তারা কোনো সহযোগিতা পাচ্ছেন না। হঠাৎ ভাঙনের ফলে বাড়িঘর হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন অসংখ্য মানুষ। কিন্তু এর শেষ কোথায় কেউ জানেনা।