HighlightNewsদেশ

সনাতন ধর্ম বিতর্কে সরব বিজেপি, পরস্পর বিরোধী মত ‘ইন্ডিয়া’ জোটে

টিডিএন বাংলা ডেস্ক: সনাতন ধর্ম বিতর্কে কংগ্রেস সহ ইন্ডিয়া জোটের বিরুদ্ধে ক্রমশ সুর চড়াচ্ছে বিজেপি। রবিবারই এই ইস্যুতে সরব হয়েছিলেন কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সোমবার মুখ খুলেছেন বিজেপি সভাপতি জেপি নাড্ডা এবং প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ। বিজেপির তিন শীর্ষ নেতাই অভিযোগ করেছেন, ইন্ডিয়া জোট সনাতন অর্থাৎ হিন্দু ধর্মকে নিশানা করেছে। বিরোধীদের হাতে হিন্দুরা নিরাপদ নয়। তাঁদের আরও বক্তব্য, ডিএমকে ইন্ডিয়া জোটের শরিক। সেই দলের নেতা উদয়নিধি হিন্দু ধর্মকে নিকেশ করার ডাক দেওয়া সত্ত্বেও কংগ্রেস এবং ইন্ডিয়া জোটের নেতারা নীরব।

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিনের পুত্র উদয়নিধি শনিবার এক অনুষ্ঠানে মন্তব্য করেন, সনাতন ধর্মকে ম্যালেরিয়া, ডেঙ্গুর মতোই নির্মূল করা দরকার। কারণ এই ধর্ম সামাজিক ন্যায়ের বিরুদ্ধে। এই ধর্ম জাত বিভাজনে বিশ্বাস করে। দলিত, জনজাতিদের এই ধর্ম স্বীকার করে না।

উদয়নিধির বক্তব্য নিয়ে শনিবার থেকেই বিতর্ক চলছে। সোমবার দুপুরে এই ব্যাপারে কংগ্রেস তাদের দলগত অবস্থান জানিয়েছে। দলের সাধারণ সম্পাদক কেসি বেণু গোপাল বলেছেন, ব্যক্তি বিশেষের মতো সব দলেরও ধর্ম নিয়ে মত প্রকাশের স্বাধীনতা আছে। উদায়নিধি তাঁর দলের কথা বলতেই পারেন। এ নিয়ে বিতর্ক অনর্থক।

তবে বেণু গোপাল কৌশলে উদয়নিধির বক্তব্যের সঙ্গে কংগ্রেসের অবস্থানের ফারাক তুলে ধরেছেন। তাঁর কথায়, কংগ্রেস সর্ব ধর্ম সদ্ভাবনায় বিশ্বাস করে। যদিও গেরুয়া শিবির ইতিমধ্যে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গের পুত্র তথা কর্নাটকের মন্ত্রী প্রিয়ংকের বক্তব্য নিয়ে সরব হয়েছে। বৌদ্ধ ধর্মাবলম্বী প্রিয়ংক সোমবার উদয়নিধির নাম না করেই তাঁর পক্ষ নিয়েছেন। বলেছেন, যে ধর্ম সব সম্প্রদায়ের সমান অধিকারে বিশ্বাস করে না, সেই ধর্ম অসুখের সমান, যা নির্মূল করাই দরকার। বেণু গোপাল খাড়্গে পুত্রের মন্তব্য নিয়ে প্রতিক্রিয়া এড়িয়ে গিয়েছেন।

সোমবার সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে বাংলার মুখ্যমন্ত্রী বলেন, ‘তামিলনাড়ুর জনগণের প্রতি আমার গভীর শ্রদ্ধা রয়েছে। তবে তাঁদের কাছে আমার বিনীত অনুরোধ, প্রত্যেক ধর্মেরই আলাদা আলাদা অনুভূতি আছে। ভারত একটি ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক দেশ। একই সঙ্গে বৈচিত্র্যের মধ্যে ঐক্য আমাদের মূল।’

Related Articles

Back to top button
error: