টিভিএন বাংলা ডেস্ক: বাংলার গর্ব বিশ্ব কবি রবিন্দ্রনাথ ঠাকুরের স্বপ্নের প্রতিষ্ঠান শান্তিনিকেতনকে বিশ্ব হেরিটেজের তকমা দিল জাতিসংঘের আন্তর্জাতিক সংস্থা ইউনেসকো (ওয়ার্ল্ড হেরিটেজ সাইট)। অর্থাৎ শান্তিনিকেতনের মাথার মুকুটে জুড়ল আরও একটি পালক। এর মধ্যে দিয়ে বাউল, লালমাটির দেশ শান্তিনিকেতন আরও একবার উজ্জ্বল হয়ে উঠল বিশ্ব মানচিত্রে। আজ রবিবার সরকারিভাবে ইউনেসকোর তরফে সেই ঘোষণা করা হয়েছে। যা শুধু বীরভূম বা পশ্চিমবঙ্গ তো বটেই, পুরো ভারতের জন্য নিঃসন্দেহে একটা গর্বের মুহূর্ত।