ঐতিহ্যবাহী অশোক স্তম্ভের সিংহের মুখ পরিবর্তন নিয়ে কেন্দ্রের সমালোচনা সরব পার্থ চট্টোপাধ্যায়

নিজস্ব সংবাদ, টিডিএন বাংলা: নতুন সংসদ ভবনের উপর স্থাপিত ভারতের ঐতিহ্যবাহী জাতীয় প্রতীক অশোক স্তম্ভের সিংহের মুখ পরিবর্তন করে দেওয়া নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারের সমালোচনা সরব হলেন রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। কেন্দ্রের ক্ষমতায় থাকা শাসকদল পরিকল্পিত ভাবে দেশের ইতিহাস ও সংস্কৃতিকে পরিবর্তন করে দেওয়ার অপচেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি।

বুধবার মিন্টো পার্কে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পার্থ চট্টোপাধ্যায় বলেন, “শুধু সিংহের মুখ নয় ভারতবর্ষের ইতিহাসকে বিকৃত ও পরিবর্তন করার একটা চেষ্টা বর্তমান কেন্দ্রীয় সরকারের শাসকদল করছেন। বিভিন্ন ভাবে সংস্কৃতিকে পরিবর্তন করার চেষ্টা করছেন। বিভেদ সৃষ্টির চেষ্টা করছেন। এটা বিকৃতমনার প্রকাশ বলেই আমরা মনে করি।”

প্রসঙ্গত, গত সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন সংসদ ভবন সেন্ট্রাল ভিস্তার উপর স্থাপিত ভারতের জাতীয় প্রতীক অশোক স্তম্ভের উন্মোচন করেন। কিন্তু সেই অশোক স্তম্ভ নিয়েই দেশজুড়ে শুরু হয়েছে বিতর্ক। এই বিতর্কে রীতিমতো উত্তপ্ত জাতীয় রাজনীতি। বিরোধী রাজনৈতিক দল সহ বিভিন্ন সমাজকর্মীর অভিযোগ, ওই জাতীয় প্রতীকে সিংহের মূ্র্তির বদল করা হয়েছে বলে। বর্তমান চেহারার সঙ্গে পূর্বের চেহারার পার্থক্য আছে। বর্তমান সিংহের দাঁত বার হয়ে আছে যা পূর্বের সিংহের ছিল না। বরং সেখানে বড় বড় চোখ ছিল। আর এটাকে জাতীয় প্রতীকের অপমান বলে মনে করছেন অনেকেই। নতুন প্রতীকে সিংহগুলির মানুষ খাওয়ার প্রবণতা রয়েছে বলে কটাক্ষ করে টুইট করেছে লালু প্রসাদের দল আরজেডি।