HighlightNewsদেশ

সত্যেন্দ্র জৈনের ইডি হেফাজতের সময়সীমা বাড়ানো হলো ১৩ জুন পর্যন্ত

টিডিএন বাংলা ডেস্ক: আর্থিক তছরুপের অভিযোগে দিল্লির আপ সরকারের মন্ত্রী সত্যেন্দ্র জৈনের ইডি হেফাজতের সময়সীমা ১৩ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালত এদিন এই রায় দেওয়ার পরে আচমকাই স্বাস্থ্যের অবনতি হয় সত্যেন্দ্র জৈনের। এরপর তাঁকে দিল্লির লোহিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আদালতে জামিনের আবেদন করেছেন জৈন।
প্রসঙ্গত, সত্যেন্দ্র জৈনের ইডি হেফাজতের মেয়াদ ৯ জুন শেষ হচ্ছে, তাই ইডি হেফাজতের মেয়াদ বাড়ানোর আবেদন করেছিল। বিশেষ জজ গীতাঞ্জলি গোয়েল ইডির আবেদন মেনে হেফাজতের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেন।

এদিন আদালতে ইডির তরফ থেকে এএসজি এসভি রাজু বলেন, জৈন যখন হেফাজতে ছিলেন, তখন ইডি তার দিল্লি-গুরুগ্রামের ৭ টি জায়গায় অভিযান চালিয়েছিল। ওই সময় সেখান থেকে প্রায় ২.৮২কোটি নগদ টাকা এবং ১.৮০ কেজি সোনার কয়েন ও বিস্কুট পাওয়া যায়। এছাড়া কিছু আপত্তিকর জিনিসও পাওয়া গেছে। এবিষয়ে জৈনকে এখনও জিজ্ঞাসাবাদ করা হয়নি।

অন্যদিকে, সত্যেন্দ্র জৈনের আইনজীবী হৃষিকেশ কুমার জানান, করোনায় আক্রান্ত হওয়ার পর থেকে সত্যেন্দ্রের স্লিপ অ্যাপনিয়ার সমস্যা রয়েছে। যার কারণে আদালত থেকে বের হওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি হয়।

জৈনের আইনজীবী কপিল সিবাল ইডির দাবির বিরোধিতা করে বলেন জৈন ইতিমধ্যেই হেফাজতে রয়েছেন এবং তার হেফাজত আরও বাড়ানোর কোনও কারণ নেই। এর প্রতুত্তরে ইডির স্পেশাল পাবলিক প্রসিকিউটর এন কে মাট্টা আদালতকে জানিয়েছেন যে অভিযুক্তকে আর্থিক তছরুপের মামলায় গ্রেপ্তার করা হয়েছে। পিএমএলএ আইনের ফৌজদারি ধারায় তাঁকে আটক করা হয়েছে।

Related Articles

Back to top button
error: