HighlightNewsআন্তর্জাতিকখেলা

মিশরে বিশ্বকাপে সোনা জিতে দেশের মুখ উজ্জ্বল করলেন সৌরভ

টিডিএন বাংলা ডেস্ক : মিশরের রাজধানী কায়রো’তে আয়োজিত আইএসএসএফ বিশ্বকাপে পুরুষদের দশ মিটার এয়ার পিস্তল ইভেন্টে সোনা জিতে দেশের মুখ উজ্জ্বল করলেন তারকা শ্যুটার সৌরভ চৌধুরি। মঙ্গলবার অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় ফাইনালে জার্মানির মাইকেল স্কোওয়াল্ড’কে ১৬-৬ ব্যবধানে পরাজিত করেন সৌরভ। এই বছরে আইএসএসএফ বিশ্বকাপে সৌরভ চৌধুরির এই স্বর্ণ পদক জয়ই ভারতের প্রথম পদক। অনেক প্রত্যাশা থাকলেও ২০২০ টোকিও অলিম্পিকে ভারতীয় শ্যুটারদের পারফর্মেন্সে হতাশ হয়েছিলেন এই দেশের ক্রীড়াপ্রেমীরা। সেই হতাশাজনক পারফর্মেন্সের আক্ষেপ মেটাচ্ছেন পরবর্তী প্রজন্মের শ্যুটাররা।

১৯ বছর বয়সী শ্যুটার সৌরভ চৌধুরি উত্তর প্রদেশ মেরটের বাসিন্দা। পুরুষদের দশ মিটার এয়ার পিস্তলের যোগ্যতা অর্জকারী পর্বে ৫৮৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে শেষ করেছিলেন সৌরভ। সেমিফাইনালে ৩৮ পয়েন্ট অর্জন করে গ্রুপ শীর্ষে শেষ করেন সৌরভ এবং জায়গা করে নেন মেডেল ম্যাচে। তবে সেমিফাইনালে শীর্ষস্থান পেলেও মেডেল ম্যাচে এই ভারতীয় শ্যুটারের শুরুটা ভালো হয়নি। ১৫ রাউন্ডের মধ্যে ছয় রাউন্ড শেষ হওয়ার পর সৌরভ সবার শেষে ছিলেন। যদিও এর পরেই প্রত্যাবর্তন করেন এই তরুণ প্রতিভাবান ভারতীয় ক্রীড়াবীদ। পরবর্তী নয়টি রাউন্ডে দুর্দান্ত পারফর্মেন্সের দৌলতে শীর্ষস্থান পেয়ে ফাইনালের ছাড়পত্র আদায় করেন সৌরভ।

Related Articles

Back to top button
error: