HighlightNewsদেশশিক্ষা ও স্বাস্থ্য

অনলাইনে পিএইচডি কোর্সের নামে চলছে প্রতারণা, সতর্ক হতে বলল ইউজিসি

টিডিএন বাংলা ডেস্ক: অনলাইনে বিভিন্ন বিদেশি বিশ্ববিদ্যালয়গুলির সঙ্গে মিলে পিএইচডি কোর্স করানোর নামে চলছে ব্যাপক প্রতারণা! পড়ুয়াদের উদ্দেশ্যে এমনই সতর্কবার্তা দিয়েছে ইউজিসি। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) পক্ষ থেকে টুইটারে একটি বি়জ্ঞপ্তি প্রকাশ করে বলা হয়েছে, অনলাইনে পিএইডি কোর্স করানো ওই বিভিন্ন বেসরকারি শিক্ষামূলক সংস্থাগুলি ইউজিসির নিয়ম মেনে চলে না। তাদের কাছে বৈধ কোনও স্বীকৃতিও নেই। তাই এই ধরণের স্বঘোষিত ভুয়ো প্রতিষ্ঠানগুলি সম্পর্কে পড়ুয়াদের সতর্ক করেছে ইউজিসি। ইউজিসি পড়ুয়াদের উদ্দেশ্যে পরামর্শ দিয়েছে পিএইচডি করতে চাওয়া পড়ুয়ারা যেন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলি সম্পর্কে আগাম খোঁজখবর নেয়।

Related Articles

Back to top button
error: