টিডিএন বাংলা ডেস্কঃ কারিগরি বা পেশাগত ডিগ্রি কোর্সে পাঠরত গরীব মেধাবী ছাত্র-ছাত্রীদের বৃত্তি দেওয়ার ঘোষণা করেছেন জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা মাহমুদ মাদানি। বিভিন্ন সময়ে দেখা যায় মেধাবী শিক্ষার্থীরা ইচ্ছা থাকলেও অর্থাভাবে কারিগরি বিদ্যা নিয়ে পড়াশোনা করতে পারেন না। এই ধরনের মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়াতেই বৃত্তির সিদ্ধান্ত নিয়েছে জমিয়তে উলামা হিন্দ। আজ জমিয়তে উলামা হিন্দের পক্ষ থেকে জানানো হয়েছে ২০২০-২০২১ শিক্ষাবর্ষের জন্য প্রধানত B.E, B.TECH, M.TECH, MBBS, BDS, BAMS, BUMS, B.PHARMA, B.Arch এবং M.Arch- এর মতো কারিগরি ডিগ্রি কোর্সে পাঠরত শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হবে। অবশ্য এক্ষেত্রে শেষ বর্ষে পাঠরত শিক্ষার্থীদের এই বৃত্তি দেওয়া হবে না বলে জানানো হয়েছে। এই বৃত্তি প্রদানের ক্ষেত্রে পারিবারিক আয়ের পাশাপাশি শিক্ষার্থীকে পূর্ববর্তী পরীক্ষায় কমপক্ষে ৬০% শতাংশ নম্বর পেতে হবে। বৃত্তি পেতে আগ্রহীদের জমিয়তে উলামা এর ওয়েবসাইট://www.jamiat.org.in/masters/jamiat_scholarship_form/ থেকে ফর্ম ডাউনলোড করে তা ফিলাপ করে ৬ সেপ্টেম্বর, ২০২১ এর মধ্যে সমস্ত প্রয়োজনীয় প্রমাণপত্রসহ ফর্মটি জমিয়তে উলামা হিন্দের কেন্দ্রীয় অফিসে জমা করতে হবে। জমিয়তে উলামা হিন্দের কেন্দ্রীয় অফিসের ঠিকানা হলো 1-বাহাদুর শাহ জাফর মার্গ, নয়াদিল্লি-110002 । উল্লেখ্য যে, দীর্ঘদিন ধরেই জমিয়তে উলামা হিন্দ সমাজসেবামূলক বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জমিয়তে উলামায়ে হিন্দ পূর্ববর্তী বছরে ৪৩৩ জন শিক্ষার্থীকে মোট ৩৭.৫২ লক্ষ টাকা বৃত্তি হিসেবে দিয়েছে।