আগামী ১৫ নভেম্বর থেকে রাজ্যে খুলছে স্কুল- কলেজ, নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের

টিডিএন বাংলা ডেস্ক: আগামী ১৫ নভেম্বর থেকে রাজ্যে খুলছে সমস্ত স্কুল- কলেজে। সোমবার প্রশাসনিক বৈঠকে মুখ্যসচিবকে এমনই নির্দেশনা দিয়ে যাবতীয় প্রস্তুতি গ্রহণ করার নির্দেশ প্রদান করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক থেকে এই নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের। উত্তরবঙ্গে পাঁচদিনের সফরে আজ শিলিগুড়িতে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভা। উল্লেখ্য যে, অগাস্টে নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, পুজোর পর এক দিন অন্তর স্কুল-কলেজ খোলা নিয়ে ভাবনা চিন্তা করা হচ্ছে। এবার সেই দিকেই আরও একধাপ এগোল রাজ্য। পুজোর পর রাজ্যে স্কুল খোলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। রাজ্যের নির্দেশ, কালীপুজোর মধ্যে ক্লাস উপযোগী করে তুলতে হবে স্কুলগুলিকে। দীর্ঘদিন ধরে বন্ধ থাকা স্কুল ভবনগুলি সারাইয়ে জন্য ১০৯ কোটি টাকা বরাদ্দ করা হল। ৬ হাজার ৪৬৮টি স্কুল মেরামতির সিদ্ধান্ত সরকারের। উত্তরকন্যায় জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার প্রশাসনিক কর্তাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীকাল যাবেন কার্শিয়ঙে। মঙ্গল ও বুধবার সেখানে থাকবেন মুখ্যমন্ত্রী। কালিম্পং ও দার্জিলিং জেলার প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করবেন। এরপর ২৮ অক্টোবর উত্তরবঙ্গ থেকে গোয়া যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়।