নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা: বাবরি মসজিদের পুননির্মাণ, দোষীদের শাস্তি প্রদান সহ ৬ ডিসেম্বর কালো দিন উপলক্ষে মুর্শিদাবাদের ধুলিয়ানে মিছিল করলো এসডিপিআই। এদিন সামশেরগঞ্জ বিধানসভা কমিটির পক্ষ থেকে কাঁকুড়িয়া থেকে ডাকবাংলা পর্যন্ত মিছিলের আয়োজন করা হয়। মিছিল শেষে ডাকবাংলায় সামসেরগঞ্জ বিডিও অফিস মোড়ে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। পথসভায় বক্তব্য রাখেন উত্তর মুর্শিদাবাদ জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দীন, মিডিয়া ইনচার্য মহাম্মদ রাকিম সেখ, সামশেরগঞ্জ বিধানসভা কমিটির সভাপতি মহাম্মদ নুরুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ।
মূলত বাবরী মসজিদের পুননির্মাণ, দোষীদের শাস্তি ও কালো দিন হিসাবে প্রতিবছর দিনটিকে পালন করে এসডিপিআই। তারই অংশ হিসাবে ধুলিয়ানে মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করা হয় দলটির পক্ষ থেকে।