নিজস্ব সংবাদদাতা,টিডিএন বাংলাঃ ভৌত বিজ্ঞানের অসাধারণ কর্মশালার মাধ্যমে আজ শেষ হল মাধ্যমিক ছাত্র-ছাত্রীদের জন্য এক সপ্তাহের অনলাইন কর্মসূচি। ২৪ সেপ্টেম্বর থেকে বেশ কিছু শিক্ষক শিক্ষিকাদের আগ্রহ এবং উৎসাহে এই কর্মশালা শুরু হয়। প্রতি দিন রাজ্যের অগণিত ছাত্রছাত্রী অনলাইন এই কর্মশালায় অংশ নিয়ে ছিলেন। নানারকম প্রশ্নের মাধ্যমে কেবলমাত্র মাধ্যমিকের প্রস্তুতি নয় বরং বিষয় সম্পর্কে ভিত মজবুত করার কাজটিও তারা এই কর্মশালার মাধ্যমে করে নিতে পেরেছে। শেষ দিনে কর্মশালার শুভ সূচনা করেন বিশিষ্ট সফ্টওয়ার প্রফেশনাল প্রশান্ত ভট্টাচার্য। হায়দ্রাবাদ থেকে অত্যন্ত কর্ম ব্যস্ততার মাঝেও যোগ দেন তিনি এবং ছাত্র-ছাত্রীদের উৎসাহ-উদ্দীপনায় মুগ্ধ হন। শিক্ষক শিক্ষিকাদের প্রতিও তিনি গভীর কৃতজ্ঞতা পেশ করেন। ছাত্র-ছাত্রীদের জন্য তিনি বলেন মাধ্যমিকের প্রস্তুতি যেন সত্যিকার অর্থে জীবন গঠনের প্রস্তুতি শুরু হয়। এদিনের বিষয় ছিল ভৌতবিজ্ঞান। অনবদ্য ক্লাসের উপস্থাপনা করেন এদিনের কর্মশালায় দুজন শিক্ষক। পদার্থবিদ্যা অংশের ক্লাস পরিচালনা করেন সংস্কৃত কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক ড. দেবব্রত মুখোপাধ্যায়। বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হয়ে কেমন করে দৈনন্দিন জীবনে ঘটনার সঙ্গে মিলিয়ে তার যথাযথ উত্তর খুঁজে পাওয়া যেতে পারে তা নিয়ে বিশদভাবে ব্যাখ্যা করেন তিনি। হাতে কলমে করেও অ্যামমিটার, ভোল্টমিটার, গ্যালভানোমিটার, বিভিন্ন লেন্স নিয়ে তাদের পাঠ্যসূচির অন্তর্গত বিষয়বস্তু দেখান তিনি।
এরপর রসায়ন বিষয়ে ক্লাস পরিচালনা করেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আশ্রম বিদ্যালয়ের বিশিষ্ট শিক্ষক আনিসুর আলি জমাদার। নির্ধারিত সময়ের মধ্যে রসায়নের জটিল সমস্যা অতি সহজ করে মনে রাখতে হয় কীভাবে এবং মাধ্যমিকের প্রস্তুতিতে কোথায় ভুল ত্রুটি করে ফেলে তা নিয়ে তার ক্লাস এক আলাদা মাত্রায় পায়। ছাত্র-ছাত্রীর বহু প্রশ্নের উত্তর তিনি দেন। আজকের ক্লাসে ভীষণভাবে তৃপ্ত ছাত্রছাত্রীরা জানায় তাদের অভিমত। সবশেষে এদিন সকলকে শুভেচ্ছা জ্ঞাপন করেন পুরুলিয়া রামানন্দ সেন্টেনারি কলেজ এর রসায়ন বিভাগের বিশিষ্ট অধ্যাপক সৌরভ বক্সী। কোভিডের এই অস্বাভাবিক সময়ে ছাত্র-ছাত্রীদের পাশে এভাবে দাঁড়ানোর জন্য অনুসন্ধানকে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আজকের ক্লাস দেখে জানান, তিনি সত্যিই অভিভূত, বিশেষত ছাত্র-ছাত্রীদের সময়ানুবর্তিতা শৃঙ্খলা পরায়ণতা এবং আচার ব্যবহার দেখে।