HighlightNewsদেশ

নিরাপত্তায় গলদ হয়নি, শান্তিপূর্ণ কৃষক বিক্ষোভে লাঠি চালাতে পারব না : মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং

টিডিএন বাংলা ডেস্ক : পাঞ্জাবের ফিরোজপুরে যাওয়ার পথে একটি উড়ালপুলে কৃষক বিক্ষোভের মুখে পড়ে প্রধানমন্ত্রীর কনভয় প্রায় ১৫ থেকে ২০ মিনিট আটকে পড়ে। এই ঘটনায় নিরাপত্তায় গলদের অভিযোগ তোলে বিজেপি। এই অভিযোগ প্রসঙ্গে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী চান্নির বক্তব্য, “কোনও নিরাপত্তার গলদ হয়নি। প্রধানমন্ত্রীর উপর আক্রমণ হওয়ার মতো কোনও পরিস্থিতি তৈরি হয়নি, প্রধানমন্ত্রীর সুরক্ষা নিয়েও প্রশ্ন ওঠেনি। প্রধানমন্ত্রীর কনভয় বিক্ষোভস্থলের অনেক আগেই আটকে দেওয়া হয়েছিল। যে কোনও বিক্ষোভ তুলতেই ১০-২০ মিনিট সময় লাগে। কৃষকরা গত ১ বছর ধরে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ দেখাচ্ছেন। ওদের উপর আমি লাঠি চালাতে পারব না।”

এই ঘটনার সাংবাদিক বৈঠক ডেকে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরাণি বলেন, ‘‘নিরাপত্তায় গলদের জন্য ২০ মিনিট দাঁড়িয়ে থাকতে হয়েছে প্রধানমন্ত্রীকে। এমন ঘটনা আগে কখনও ঘটেনি দেশে। প্রধানমন্ত্রীর কনভয়ের জন্য রাস্তা ফাঁকা করা স্থানীয় পুলিশের কাজ। তা কেন করা হল না? এটা চক্রান্ত ছাড়া আর কিছু না। আমরা পঞ্জাবের মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করছি।’’ একইসঙ্গে তিনি কংগ্রেস সরকারের সমালোচনা করে বলেন, ‘‘আমরা জানি, কংগ্রেস মোদীকে ঘৃণা করে। কিন্তু দেশের প্রধানমন্ত্রীর ক্ষতি করতে এই চক্রান্ত দেশবাসী কখনওই মেনে নেবে না। প্রধানমন্ত্রীর নিরাপত্তারক্ষীরা পঞ্জাব পুলিশের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিল। কিন্তু কোনও জবাব মেলেনি। এটাই কংগ্রেস আমলে পঞ্জাবের অবস্থা।’’

মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি অবশ্য সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। উল্টে তিনি প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে বলেন, ‘‘রাত ৩টে পর্যন্ত সব রাস্তা খালি করা হয়েছে। প্রধানমন্ত্রীর সড়কপথে আসার কোনও পরিকল্পনা ছিল না। উনি বিমানবন্দরে এসে শেষ মুহূর্তে সড়কপথে যাওয়ার পরিকল্পনা করেন। আমাদের তরফ থেকে নিরাপত্তায় গাফিলতির কোনও প্রশ্নই ওঠে না। বিজেপি মিছিলের ডাক দিয়েছিল। কোনও জনসভা ছিল না। ওতে লোক ৭০০ লোক হয়েছিল। তাই বাহানা করে মিছিল বন্ধ করা হয়েছে। ইচ্ছে থাকলেই পৌঁছানো যেত। অন্য রাস্তা দিয়েও যাওয়া যেত।’’

Related Articles

Back to top button
error: