HighlightNewsদেশ

বাল্যবিবাহের অভিযোগে বেছে বেছে মুসলিমদের গ্রেফতার অসমে! ৫ হাজার লোক গ্রেফতার আরও ৩ হাজার গ্রেফতারের টার্গেট, জানালেন আসামের মুখ্যমন্ত্রী

টিডিএন বাংলা ডেস্ক: বাল্য বিবাহের অভিযোগে বেছে বেছে মুসলিমদেরই গ্রেফতার করা হচ্ছে আসামে! আসামের বর্তমান বিজেপি সরকারের বিরুদ্ধে উঠল এমনই বিস্ফোরক অভিযোগ। অভিযোগ বেছে বেছে মুসলিম অধ্যুষিত এলাকা গুলিতেই অভিযান চালাচ্ছে অসম পুলিশ। খবরে প্রকাশ বাল্যবিবাহের অভিযোগে ইতিমধ্যেই প্রায় ৫ হাজার লোককে গ্রেফতার করেছে অসম পুলিশ। আগামী ১০ দিনের মধ্যে আরও প্রায় ৩ হাজার লোককে গ্রেফতারের টার্গেট আছে বলে জানিয়েছেন খোদ আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।

গতকাল রবিবার গুয়াহাটিতে বিজেপির মহিলা মোর্চার জাতীয় কার্যনির্বাহী সভায় হিমন্ত বিশ্ব শর্মা বলেন, “ছয় মাস আগে বাল্যবিবাহের দায়ে ৫ হাজার লোককে গ্রেপ্তার করেছি। আমি G-20 (সম্মেলনের সমাপ্তির) জন্য অপেক্ষা করছিলাম। এখন ১০ দিনের মধ্যে বাল্যবিবাহের জন্য আরও ৩ হাজার পুরুষকে গ্রেপ্তার করা হবে৷” তিনি আরও বলেন, “এটা (বাল্যবিবাহ) বন্ধ করা দরকার। এটা যেন না হয় সেজন্য আইন করা হয়েছে, কিন্তু বারবার এমনটা ঘটতে থাকলে একটা বিশেষ শ্রেণীর মেয়েরা কখনোই এগিয়ে যেতে পারবে না। তারা সর্বদা নিপীড়নের লক্ষ্যবস্তু হবে।”

তিনি আরও যোগ করেন, “আজকে কিছু লোক বলে যে আমি মুসলিম বিরোধী। কিন্তু আমি মনে করি তালাক, বহুবিবাহ এবং বাল্যবিবাহের অবসান ঘটিয়ে আমরা মুসলমানদের জন্য যে পরিমাণ কাজ করছি কংগ্রেসের কোনো সরকার কখনো করেনি। আমরা তাদের ভোট বক্স হিসেবে দেখি না। আমরা চাই নারীদের নিপীড়ন থেকে স্বাধীনতা দিতে।”

বিজেপি সরকারের পক্ষ থেকে মেয়েদের অধিকার, স্বাধীনতা ও উন্নয়নের কথা বলা হলেও এই ঘটনায় যে সমস্ত ব্যক্তিদের গ্ৰেফতার করা হয়েছে তাদের পরিবারের মেয়েরাই সরকারের এই ফৌজদারি মামলা দায়েরের বিরোধিতা করে বিক্ষোভ দেখাচ্ছেন। সমাজকর্মীদের একাংশও এর বিরোধিতা করে বলেছেন, বাল্যবিবাহে মূল কারণ হচ্ছে দারিদ্র্যতা এবং অশিক্ষার মতো সামাজিক সমস্যাগুলি। সামাজিক কাঠামোগত এই সমস্ত সমস্যাগুলি সমাধান করতে ব্যর্থ হয়েছে সরকার।

উল্লেখ্য যে, উত্তর-পূর্ব ভারতের রাজ্য আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ঘোষণার পর বিজেপি সরকারের পুলিশ বাল্যবিবাহের বিরুদ্ধে বড়োসড়ো অভিযান শুরু করে। সেই অভিযানে এক মাসের মধ্যে প্রায় ৩১৪১ জনকে গ্রেপ্তার করা হয়েছিল। জানা গিয়েছে, আটকদের একটি উল্লেখযোগ্য অংশ মুসলিম এবং উপজাতীয় জনসংখ্যা সহ প্রান্তিক সম্প্রদায়গুলির মানুষ। গ্রেফতারকৃতদের মধ্যে ৬২.২৪% মুসলমান, বাকিরা দলিত ও আদিবাসী সম্প্রদায় সহ অন্যান্য সম্প্রদায়ের মানুষ। খবরে প্রকাশ এই বাল্যবিবাহের অভিযোগে মুসলিম অধ্যুষিত জেলা নগাঁও (২২৪), হোজাই (২১৯), ধুবরি (২১৭) এবং বারপেটা (১৭৪) এবং বাকসা (১৭৯) থেকে গ্রেপ্তার করা হয়। তথ্য সূত্র – মাকতুব মিডিয়া

Related Articles

Back to top button
error: