HighlightNewsদেশ

চাকরির থেকে আত্মমর্যাদাই বড়, কর্নাটকে হিজাব খুলতে বলায় কলেজে থেকে ইস্তফা অধ্যাপিকার!

টিডিএন বাংলা ডেস্ক : কর্নাটকের স্কুল-কলেজে শিক্ষার্থীদের হিজাব নিষিদ্ধ করা নিয়ে উত্তাল দেশ। মামলা চলছে হাই কোর্টে। এরই মধ্যে আর এক বিতর্ক। প্রতিদিনের ন্যায় হিজাব পড়েই কলেজে গিয়েছিলেন কর্নাটকের পি ইউ কলেজের চাঁদনি নামের এক অধ্যাপিকা। কিন্তু কলেজে পৌঁছে জানতে পারেন হিজাব পরে ঢোকা যাবে না কলেজে। তাকে হিজাব খুলে তবেই কলেজে ঢুকতে বলায় চাকরি থেকেই ইস্তফ দিলেন চাঁদনি নামের ওই অধ্যাপিকা। তাঁর অভিযোগ, তাঁকে কলেজে ঢোকার মুখে হিজাব খুলতে বলেন কর্তৃপক্ষ। এর পরেই তিনি চাকরি ছাড়ার সিদ্ধান্ত নেন।

জনৈক ওই অধ্যাপিক ক্ষোভ প্রকাশ করে দাবি করেন, গত তিন বছর ধরে তিনি ওই কলেজে চাকরি করছেন। এত দিন তিনি হিজাব পরেই পড়ুয়াদের পড়িয়েছেন। ইতিপূর্বে কেউ তাঁকে হিজাব খোলার কথা বলেননি। অথচ আজ তাকে হিজাব খুলতে বলা হচ্ছে। যার ফলে তিনি ক্ষুদ্ধ। তাঁর ভাষায়, ‘‘হঠাৎ করে বৃহস্পতিবার কলেজের অধ্যক্ষ বললেন, হিজাব অথবা অন্য কোনও ধর্মীয় চিহ্ন থাকে, এমন পোশাক পরে ক্লাস নেওয়া যাবে না। কিন্তু গত তিন বছর ধরে তো আমি হিজাব পরেই ক্লাস নিলাম!’’

চাকরির থেকে তাঁর কাছে যে আত্মমর্যাদাই বড় সেই কথাও বুঝিয়ে দিলেন তিনি। তিনি বলেন, ‘‘এই নতুন সিদ্ধান্ত আমার আত্মমর্যাদায় আঘাত করেছে। তাই ইস্তফা দিলাম।’’ কলেজ কর্তৃপক্ষের উদ্দেশে তিনি ইস্তফাপত্রে লেখেন, ‘‘আপনাদের এই অগণতান্ত্রিক কাজের আমি তীব্র নিন্দা করছি।’’ যদিও কলেজের অধ্যক্ষ কে টি মঞ্জুনাথের দাবি করেছেন, তিনি বা কলেজ কর্তৃপক্ষের কেউ চাঁদনিকে হিজাব খুলে কলেজে আশার বিষয়ে জোড় করেননি।

Related Articles

Back to top button
error: