HighlightNewsরাজ্য

রামপুরহাট কাণ্ডে স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ কলকাতা হাইকোর্টের

টিডিএন বাংলা ডেস্ক : রামপুরহাট কাণ্ডে উত্তাল গোটা বাংলা তথা জাতীয় রাজনীতি। এই ধটনার প্রতিবাদে সরব হয়েছে বিরোধী দলগুলি। এবার রামপুরহাট কাণ্ডে স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ করলো কলকাতা হাইকোর্ট। রামপুরহাটের বগটুইয়ে গ্রামবাসীর ঝলসে মৃত্যুর ঘটনাকে ‘খুবই শকিং’ বলে মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব। তিনি বলেন, ‘এটি একটি সিরিয়াস ক্রাইম। শিশু-সহ আট জনের মৃত্যু হয়েছে। কয়েকটি বাড়িতে আগুন লাগে।’
রামপুরহাটের বগটুই গ্রামের ঘটনা স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ করল কলকাতা হাইকোর্ট। আজ হাইকোর্টে শুনানি হবে এই মামলার।

এদিন স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ করে প্রধান বিচারপতি বলেন, ‘এই ধরনের ঘটনা জঘন্য অপরাধ। অবিলম্বে তদন্ত করা উচিত। ১০টি বাড়ি জ্বালিয়ে দেওয়া হল। ঘরবন্দি করে মানুষকে পুড়িয়ে মারা হল। এই ধরনের ঘটনার পিছনে যারা আছে তাদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তি দেওয়া দরকার।’ যারা দোষী, তাদের কাউকে ছাড়া হবে না বলেও জানিয়েদেন তিনি।’ মঙ্গলবারই রামপুরহাটের হিংসার ঘটনায় হাইকোর্টে স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণের জন্য আবেদন করেছিলেন বিজেপির আইনজীবীরা। তাঁদের মামলার অনুমতি দেয় আদালত। কিন্তু স্বতঃপ্রণোদিত মামলা হবে কি না তা পরে বিবেচনা করে জানানোর কথা বলা হয়। বুধবার স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ করেছে হাইকোর্ট।

এই ঘটনায় এখনও পর্যন্ত মোট ২৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তার মধ্যে ১১ জন গ্রেফতার হয়েছেন ভাদু শেখ খুনের ঘটনায়, বাকিদের অগ্নিসংযোগের মামলায় গ্রেফতার করেছে পুলিশ। সবাইকেই বুধবার রামপুরহাট মহকুমা আদালতে তোলা হবে। অন্য দিকে, এই ঘটনার তদন্তের দাবি জানিয়ে বীরভূমের পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠীকে চিঠি দিয়েছে জাতীয় শিশু অধিকাররক্ষা কমিশন। চিঠিতে কমিশন জানিয়েছে, এই ঘটনায় তদন্তের পর তিন দিনের মধ্যে সেই রিপোর্ট কমিশনের কাছে জমা দিতে হবে।

Related Articles

Back to top button
error: