নরেন্দ্র গিরির ময়নাতদন্তে চাঞ্চল্যকর রিপোর্ট

টিডিএন বাংলা ডেস্ক : নরেন্দ্র গিরির ময়নাতদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। আত্মহত্যা নয়। বরং শ্বাসরোধ করে খুন করা হয়েছে তাকে। সূত্রের খবর, তার গলায় ভি চিহ্ন পাওয়া গেছে।

সংবাদমাধ্যম সূত্রে খবর, এসআরএন হাসপাতলে তার ময়নাতদন্ত করা হয়। ৫ জন ডাক্তার সেখানে উপস্থিত ছিলেন। ময়নাতদন্ত পুরোটাই ভিডিওগ্রাফি করা হয়। সেই রিপোর্ট তুলে দেওয়া হয়েছে পুলিশের হাতে। ঘটনা হল নরেন্দ্র গিরির নিরাপত্তার দায়িত্বে ছিলেন চারজন বন্দুকধারী। তাদের নিয়োগ করেছিল সরকার। এই চারজন বন্দুকধারী অজয় সিং, মণীশ শুক্লা, অভিষেক মিশ্র এবং বিবেক মিশ্র ঘটনার দিন রাতে কোথায় ছিলেন? পুলিশ সেই উত্তর খুঁজছে। ইতিমধ্যেই তাদের জেরা করেছে পুলিশ। যে সুইসাইড নোট উদ্ধার হয়েছে তাতে নাম রয়েছে আনন্দ গিরির। ইতিমধ্যেই তাকেও জেরা করেছে পুলিশ।

তবে যে সুইসাইড নোট মিলেছে তাকে ঘিরে প্রথম থেকেই প্রশ্ন উঠেছে। অখিল ভারতীয় সন্ত সমিতির জাতীয় সাধারণ সম্পাদক জিতেন্দ্র নন্দ সরস্বতী জানিয়েছেন, নরেন্দ্র গিরির আত্মহত্যা করা সম্ভব নয়। সবচেয়ে বড় ঘটনা হলো মহারাজ সই করতে জানতেন না। তাহলে ওই সুইসাইড নোটে কীভাবে তিনি স্বাক্ষর করলেন? কে লিখল ওই নোট? মহারাজের শিষ্য এবং সর্বক্ষণের ছায়াসঙ্গী নির্ভয় দ্বিবেদী জানিয়েছেন, মহারাজ অল্পবিস্তর লিখতে জানতেন। তবে টানা লেখা সম্ভব হতো না। হাতের লেখাও তেমন সুন্দর ছিল না।