HighlightNewsদেশ

জ্ঞানবাপী বিরোধ সংক্রান্ত সাতটি মামলার একসঙ্গে শুনানি হবে: বড় সিদ্ধান্ত বারাণসী আদালতের, সব মামলার প্রকৃতি এক; আগামী ৭ জুলাই শুনানি

টিডিএন বাংলা ডেস্ক: বারাণসী আদালত জ্ঞানবাপী বিরোধ নিয়ে একটি বড় রায় দিয়েছে। আদালত জ্ঞানভাপি সংক্রান্ত সাতটি মামলা একসঙ্গে শুনানির সিদ্ধান্ত নিয়েছে। জেলা জজ ডক্টর অজয় ​​কৃষ্ণ বিশ্বেশ ২২মে সমস্ত মামলা একসঙ্গে শুনানির নির্দেশ দিয়েছেন। হিন্দু পক্ষ ক্লাব সাতটি মামলায় আবেদন করেছিল। আগামী ৭ জুলাই প্রথমবারের মতো একসঙ্গে সাতটি মামলার শুনানি হবে।

হিন্দু পক্ষের আইনজীবী সুভাষ চতুর্বেদী বলেন, রায় আমাদের পক্ষে এসেছে। আমাদের দীর্ঘদিনের দাবি ছিল, দীর্ঘ শুনানি হয়েছে। আদালত মনে করে সব মামলা একত্রিত করা উচিত। সব মামলার প্রকৃতি একই। রাখি সিং-এর মামলা নং ৬৯৩/২১ নেতৃস্থানীয় মামলা হিসাবে শুনানি হবে। এই মামলার অধীনেই সব মামলার শুনানি হবে।

যদিও, মসজিদ কমিটি মামলায় আপত্তি তুলেছিল। রাখি সিংয়ের পক্ষে অ্যাডভোকেট শিবম গৌর, শঙ্করাচার্য স্বামী অভিমুক্তেশ্বরানন্দের পক্ষে অ্যাডভোকেট রমেশ উপাধ্যায়, আঞ্জুমান ইন্তেজামিয়া মসজিদ কমিটির পক্ষে রইস আহমেদ যুক্তি দিয়েছিলেন যে শুনানি একসাথে অনুষ্ঠিত হওয়া উচিত নয়।

অন্যদিকে, বাদি পক্ষের চার মহিলার মামলার আইনজীবী সুভাষ নন্দন চতুর্বেদী এবং সুধীর ত্রিপাঠি বলেন, সাতটি মামলাই একই প্রকৃতির। সকলেরই কেস নম্বর একই এবং সব ক্ষেত্রের অবজেক্ট একই। এই অবস্থায় সময়ের সাশ্রয় ও আদালতের সুবিধার কথা মাথায় রেখে ৭টি মামলারই একসঙ্গে শুনানি করা যুক্তিযুক্ত।

Related Articles

Back to top button
error: