সাংবাদিক অঞ্জন বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে শোকের ছায়া, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী, রাজ্যপালের

টিডিএন বাংলা ডেস্ক: মারা গেলেন বিশিষ্ট সাংবাদিক তথা জি-২৪ ঘন্টার এডিটর অঞ্জন বন্দ্যোপাধ্যায়। রবিবার রাত ৯:২৫ নাগাদ কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। বেশ কিছুদিন আগেই করোনা পজিটিভ রিপোর্ট আসে তার। এদিকে সাংবাদিক অঞ্জন বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সংবাদমাধ্যম মহল থেকে শুরু করে গোটা রাজ্যজুড়ে। শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যপাল জগদীপ ধনকর সহ অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দও।

মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় লেখেন, বাংলার অন্যতম সেরা টেলিভিশন সঞ্চালক অঞ্জন বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে দুঃখিত। তাঁর পরিবার ও সহকর্মীদের সমবেদনা জানানোর কোনও ভাষা নেই’।