ভুল স্বীকার করলেন শাহ!

টিডিএন বাংলা ডেস্ক : আবারও ভুল স্বীকার করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ঠিক কেন? তা অবশ্য স্পষ্ট নয়। ফিকির এক অনুষ্ঠানে অমিত শাহ বলেন, “হয়তো কিছু ভুল সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু আমাদের উদ্দেশ্য ভুল ছিল না।”

গুরু নানকের জন্মদিন জাতির উদ্দেশ্যে ক্ষমা চেয়ে কৃষি আইন প্রত্যাহার করেছিলেন প্রধানমন্ত্রী। সরাসরি ক্ষমা শব্দটি বলেননি ঠিকই। তবে কৃষকদের একাংশকে বোঝাতে না পারার জন্য তিন কৃষি আইন খারিজ করতে হলো বলে জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার ফিকির ৯৪ তম বার্ষিক সাধারণ সভায় কৃষি আইন জারি করার সিদ্ধান্ত প্রসঙ্গে প্রায় একই মন্তব্য করলেন শাহ।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর কথায় উঠে আসে বেকারত্ব প্রসঙ্গ। বেকারত্বের হার গত ৪৫ বছরের শীর্ষে উঠেছে বলে মোদি সরকারকে আক্রমণ করে চলেছে বিরোধীরা। এই প্রেক্ষিতে শাহের প্রস্তাব, বেকারত্বের সমস্যা মেটাতে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ওপর জোর দিতে হবে। শীঘ্রই বিশ্বের সবচেয়ে দ্রুত ক্রমবর্ধমান অর্থনৈতিক দেশ হবে ভারত। তিনি দাবি করেন, ৬০ কোটি নাগরিকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট, বাড়িতে বিদ্যুৎ সংযোগ কিংবা এলপিজি কানেকশন ছিলনা। এই সরকারের আমলে সব হয়েছে। শাহ বলেন, রাম জন্মভূমি বিতর্কের অবসানও যে এত শান্তিপূর্ণভাবে করা সম্ভব, তাও করে দেখিয়েছে কেন্দ্রীয় সরকার।