ভ্যাকসিন সার্টিফিকেটে শাহ ও গড়কড়ির নাম!

টিডিএন বাংলা ডেস্ক : টিকার সার্টিফিকেট কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং কেন্দ্রীয় পরিবহণ মন্ত্রী নীতিন গড়কড়ির নাম! উত্তরপ্রদেশে এক স্বাস্থ্যকেন্দ্রের এই ঘটনায় তীব্র শোরগোল।

স্বাস্থ্যকেন্দ্রটি এটাওয়া জেলাতে। টিকার সার্টিফিকেটে শুধু শাহ, গড়কড়িই নন। নাম রয়েছে লোকসভার স্পিকার ওম বিড়লার, বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়ালের। শাহের বয়স লেখা হয়েছে ৩৩,গড়কড়ির ৩০, বিড়লার বয়স ২৬ আর গয়ালের বয়স ৩৭ দেওয়া হয়েছে। সার্টিফিকেট অনুযায়ী, অমিত শাহরা ১২ ডিসেম্বর প্রথম টিকা নিয়েছেন এটাওয়ার সরসাইনবর স্বাস্থ্যকেন্দ্র থেকে। দ্বিতীয় টিকার তারিখ দেওয়া হয়েছে পরের বছর ৫ মার্চ থেকে ৩ এপ্রিলের মধ্যে।

এ প্রসঙ্গে স্বাস্থ্য কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক দাবি করেছেন, ১২ ডিসেম্বর আমাদের আইডি হ্যাক করা হয়েছে। সেই আইডি বন্ধ করার জন্য চিঠি লিখে জানানো হয়েছে। মুখ্য স্বাস্থ্য আধিকারিক ভগবান দাস ভিরোরিয়া ঘটনায় চক্রান্তের অভিযোগ তুলেছেন। তার অভিযোগ, ইচ্ছাকৃতভাবে কেউ এমন নাম ব্যবহার করেছে সার্টিফিকেটে।